Home> খেলা
Advertisement

দীর্ঘদিন পরে লাল-হলুদ তাঁবুতে এসে নস্টালজিক ট্রাউ এফসি-র কোচ ডগলাস

ফুটবলার ডগলাস এখন কোচ।

 দীর্ঘদিন পরে লাল-হলুদ তাঁবুতে এসে নস্টালজিক ট্রাউ এফসি-র কোচ ডগলাস

নিজস্ব প্রতিবেদন :  সেই ইস্টবেঙ্গল মাঠ।  জার্সিতে সেই লাল-হলুদ রং। বল পায়ে ডগলাস দ্য সিলভা। এক মুহুর্তে ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া বছর পনেরো আগে। টুকরো টুকরো সেই সব মুহুর্তগুলো স্মৃতির পথ ধরে ফিরে এল....

ফুটবলার ডগলাস এখন কোচ। তবু তাঁকে দেখে বোঝার উপায় নেই যে বয়স বেড়েছে। আই লিগের নতুন দল ট্রাউ এফসির হয়ে কোচিং করাচ্ছেন ডগলাস দ্য সিলভা। ১১ ডিসেম্বর মোহনবাগান আর ১৪ ডিসেম্বর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ ট্রাউয়ের। টানা দুটি অ্যাওয়ে ম্যাচের অনেক আগেই শহরে এসে গিয়েছে মণিপুরের দলটি।

আরও পড়ুন- আইসিসি র‌্যাঙ্কিংয়ে ফের সিংহাসনে কিং কোহলি

বুধবার সকালে কোচ ডগলাসের অধীনে ইস্টবেঙ্গল মাঠে অনুশীলন সারল ট্রাউ।  দীর্ঘদিন বাদে লাল-হলুদ তাঁবুতে এসে নস্টালজিক হয়ে পরলেন। প্র্যাকটিস শেষে তাই ইস্টবেঙ্গলের জিমেও একবার ঢুঁ মেরে গেলেন ডগলাস।  ফুটবলার জীবনে ডার্বিতে কখনও হারেননি। তাইতো ডগলাস মানেই এ শহরের কাছে যেন অন্য আবেগ। লাল-হলুদ সমর্থকদের কাছে এক অন্য ভালোবাসা।

 

Read More