Home> খেলা
Advertisement

AFC Asian Cup Qualifiers, India vs Hong Kong: পরের পর্বে সুনীলরা যাবেন কীভাবে?

প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ২-০ গোলে হারায় ভারত। দ্বিতীয় ম্যাচেও আসে দুরন্ত জয়। আফগানিস্তানের বিরুদ্ধে শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস ম্যাচ ২-১ জিতে নিয়ে ব্ল্যু টাইগার্স। হংকংকে হারালেই ভারত এএফসি এশিয়ান কাপের মূল পর্বে চলে যাবে। এখন প্রশ্ন ভারত যদি হংকংয়ের কাছে হেরে যায় তাহলে কি এশিয়ান কাপের মূল পর্বে যেতে পারবে? উত্তর হ্যাঁ।   

AFC Asian Cup Qualifiers, India vs Hong Kong: পরের পর্বে সুনীলরা যাবেন কীভাবে?

নিজস্ব প্রতিবেদন: আগামিকাল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে হংকংয়ের মুখোমুখি ভারত (AFC Asian Cup Qualifiers, India vs Hong Kong)। মঙ্গলবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবেন সুনীল ছেত্রী অ্যান্ড কোং। যোগ্যতা অর্জনকারী চূড়ান্ত পর্বে ইগর স্টিম্যাচের শিষ্যরা ছুটছেন অশ্বমেধের ঘোড়ার মতো। 

প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ২-০ গোলে হারায় ভারত। দ্বিতীয় ম্যাচেও আসে দুরন্ত জয়। আফগানিস্তানের বিরুদ্ধে শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস ম্যাচ ২-১ জিতে নিয়ে ব্ল্যু টাইগার্স। হংকংকে হারালেই ভারত এএফসি এশিয়ান কাপের মূল পর্বে চলে যাবে। এখন প্রশ্ন ভারত যদি হংকংয়ের কাছে হেরে যায় তাহলে কি এশিয়ান কাপের মূল পর্বে যেতে পারবে? উত্তর হ্যাঁ। 

চার দলীয় গ্রুপ ডি-তে ভারত এই মুহূর্তে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুয়ে। সমসংখ্যক ম্য়াচে একই পয়েন্ট হংকংয়েরও। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় হংকং এগিয়ে রয়েছে। এএফসি কাপের যোগ্যতা অর্জনকারী চূড়ান্ত পর্বের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে থাকা পাঁচটি দলও মূল পর্বে চলে যাবে। সেই হিসাবে ভারত পা রাখবে পরের ধাপে।

এশিয়ান কাপে ১৩টি দল ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। চলতি তৃতীয় যোগ্যতা অর্জন পর্ব থেকে মোট ১১টি দল খেলবে মূল পর্বে। সেই প্রতিযোগিতা হবে চিনে। এই যোগ্যতা অর্জন পর্বে মোট ৬টি গ্রুপ। সেই গ্রুপের সেরারা পরের পর্বে তো যাবেই, এর সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা সেরা পাঁচ দলও মূল পর্বে খেলবে। 

আরও পড়ুন: IPL Media Rights LIVE: টিভি-ডিজিটাল সম্প্রচার স্বত্ব বিক্রি হল ৪৩ হাজার ৫০ কোটিতে!

আরও পড়ুনIPL Media Rights: জেনে নিন ই-নিলামের প্রথম দিনে ঠিক কী কী ঘটল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

Read More