Home> খেলা
Advertisement

আইপিএলে যে পাঁচ বিদেশির ওপর নজর থাকবে

আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই মুম্বাইয়ে সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামে জমজমাট অনুষ্ঠান দিয়ে শুরু হয়ে যাবে এবছরের ক্রিকেট উৎসব। তবে ময়দানী লড়াইয়ের এখনও ২৪ ঘন্টা বাকি। মাঠের যুদ্ধ শুরুর আগে জেনে নিন আইপিএল ৯-এর পাঁচ বিদেশি প্লেয়ারের প্রোফাইল, যাদের ওপর এবার নজর থাকবে।

আইপিএলে যে পাঁচ বিদেশির ওপর নজর থাকবে

ওয়েব ডেস্ক: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই মুম্বাইয়ে সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামে জমজমাট অনুষ্ঠান দিয়ে শুরু হয়ে যাবে এবছরের ক্রিকেট উৎসব। তবে ময়দানী লড়াইয়ের এখনও ২৪ ঘন্টা বাকি। মাঠের যুদ্ধ শুরুর আগে জেনে নিন আইপিএল ৯-এর পাঁচ বিদেশি প্লেয়ারের প্রোফাইল, যাদের ওপর এবার নজর থাকবে।

১. কার্লোস ব্রেথওয়েট:- ৪ বলে ৪ ছক্কা। শেষ ওভারে বেন স্টোকসকে উড়িয়ে দিয়ে ক্যারিবিয়ানদের অবিশ্বাস্য বিশ্বকাপ জয়। সেই জয়ের যিনি নায়ক, সেই কার্লোস ব্রেথওয়েটকে প্রথমবার দেখা যাবে আইপিএলের মঞ্চে। দিল্লি ডেয়ার ডেভিলসের জার্সি গায়ে মাঠে নামবেন এই ক্যারিবিয়ান। বিশ্বকাপের মতো কিছু অবিশ্বাস্য পারফরমেন্সের প্রত্যাশা থাকছে ব্রেথওয়েটের কাছে।

দাম: ৪ কোটি ২০ লক্ষ

fallbacks

২. জোস বাটলার:- মুম্বাইয়ের হয়ে খেলবেন ব্রিটিশ ক্রিকেটার জোস বাটলার। বিপক্ষ বোলিংয়ের সামনে শক্ত প্রতিরোধ করার দক্ষতা রয়েছে এই উইকেটকিপার ব্যাটসম্যানের। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পর যথেষ্ট ভাল ফর্মে রয়েছেন বাটলার।
দাম: ৩ কোটি ৮০ লক্ষ

fallbacks

৩. অ্যাডাম জাম্পা:- এবারের আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি, গুজরাট লায়ন্সের হয়ে খেলবেন অ্যাডাম জাম্পা। টি২০ ফরম্যাটের নয়া আবিষ্কার এ অজি স্পিনার। বিপক্ষ ব্যাটিং লাইন আপকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে অ্যাডামের বোলিংয়ে।
দাম: ৩০ লক্ষ

fallbacks

৪. মুস্তাফিজুর রহমান:- আইপিএলের আরও এক নতুন 'এন্ট্রি' মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপের পর বাংলাদেশের আরও বেশি 'স্টার' এই বাংলাদেশি জোরে বোলার। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন মুস্তাফিজুর।
দাম: ১ কোটি ৪০ লক্ষ

fallbacks

৫. স্যামুয়েল বদ্রী:- বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্যারিবিয়নদের জয়ে বেশ কিছুটা অবদান ছিল স্যামুয়েল বদ্রীর। শুরুতেই ব্রিটিশ শিবিরকে জোর ধাক্কা দিয়েছিলেন এই ক্যারিবিয়ান স্পিনার। রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়েও বিশ্বকাপের ফর্মেই দেখা যাবে স্যামুয়েলকে।

দাম: ৫০ লক্ষ

fallbacks

Read More