Home> খেলা
Advertisement

তিন মাঠে তিন ম্যাচ, আইলিগ দখলে এগিয়ে মিনার্ভা

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে চলছে ইস্টবেঙ্গল বনাম নেরোকা ম্যাচ। বিরতির আগেই ১ গোলে এগিয়ে গিয়েছে নেরোকা। গোল করেছেন ফেলিক্স চিডি। বিরতির পরই সমতা ফেরায় ইস্ট বেঙ্গল। এখন স্কোর ১-১।

তিন মাঠে তিন ম্যাচ, আইলিগ দখলে এগিয়ে মিনার্ভা

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ফুটবলে বৃহস্পতিবার আক্ষরিক অর্থেই ত্রহস্পর্শ। তিন মাঠেই চলছে আইলিগ চ্যাম্পিয়নশিপের মারণ-বাঁচন লড়াই। শ্রেষ্ঠত্বের শিরোপা কার মাথায় উঠবে, চূড়ান্ত হয়ে যাবে আজই।

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে চলছে ইস্টবেঙ্গল বনাম নেরোকা ম্যাচ। বিরতির আগেই ১ গোলে এগিয়ে গিয়েছে নেরোকা। গোল করেছেন ফেলিক্স চিডি। বিরতির পরই সমতা ফেরায় ইস্ট বেঙ্গল। এখন স্কোর ১-১।

অন্যদিকে, পঞ্জাবে ঘরের মাঠে চার্চিলের বিরুদ্ধে খেলতে নেমেছে মিনার্ভা। সেই ম্যাচে ১-০ গোলে এগিয়ে গিয়েছে মিনার্ভা। মিনার্ভার হয়ে গোলটি করেছেন ওকোপু।

এদিনই আবার কোঝিকোড়ে গোকুলামের বিরুদ্ধে মাঠে নেমেছে মোহনবাগান। বিরতির আগেই খেলার স্কোর ১-১। প্রথমে ডিকার গোলে এগিয়ে যায় গঙ্গাপারের দলটি। তারপর হেনরির গোলে সমতা ফেরায় গোকুলাম।

আরও পড়ুন- বাগানের লিগ জয়ের অঙ্ক ভাগ্যের ওপর ছাড়ছেন শঙ্কর

এই মুহূর্তে স্কোর টেবিলের যা অবস্থা, তাতে মিনার্ভাই আইলিগ চ্যাম্পিয়নশিপের দাবিদার।

Read More