Home> খেলা
Advertisement

যে চারটে কারণে, রাঁচির পর ভারতের সামনে মাঠে নামতেই ভয় পাবে অজিরা

যে চারটে কারণে, রাঁচির পর ভারতের সামনে মাঠে নামতেই ভয় পাবে অজিরা

ওয়েব ডেস্ক: শনিবারের ম্যাচ তো দেখলেন। হলই বা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয়, উপভোগও করলেন খুব। কিন্তু, সিরিজের প্রথম টি২০ ম্যাচে জেতার ম্যাচে যে রয়েছে আনন্দ পাওয়ার আরও অনেক উপকরণ। জানবেন না সেগুলো? তাই এক ঝলকে দেখে নিন, কী কী কারণে, রাঁচির ম্যাচ ভারতের কাছে আরও স্মরণীয় হয়ে থাকবে। কেনই বা এবার ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে মানসিকভাবে আরও গুটিয়ে থাকবে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন ধোনিকে বড় ক্রিকেটার বানিয়েছে সৌরভের আত্মত্যাগ : সেওয়াগ

১) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উইকেট সংখ্যার বিচারে, টি২০-তে কিন্তু এটাই ভারতের সবথেকে বড় জয়! হ্যাঁ, এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ ম্যাচে ২০১২-র ৩ ফেব্রুয়ারি মেলবোর্নে ৮ উইকেটে জয় পেয়েছিল ভারত। কিন্তু, ৯ উইকেটে জয় এবারই প্রথম।

২) টি২০-তে এবার অস্ট্রেলিয়া বুঝি ভারতের সামনে নামতেই ভয় পাবে। কারণ, ২০১৩-এর ১০ অক্টোবর থেকে ২০১৭-এর ৭ অক্টোবর পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭টি, টি২০ ম্যাচ খেলে ৭টি-তেই জয় পেল ভারত!

৩) বিশ্বের যেকোনও দলের থেকে টি২০-তে অস্ট্রেলিয়াকে সবথেকে বেশিবার হারিয়েছে ভারত। মোট ১৪টি, টি২০ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১০টি ম্যাচে। আর হেরেছে ৪টি-তে। ৭১.৪২ শতাংশ ম্যাচেই জয় পেয়েছে ব্লু ব্রিগেড।

৪) টি২০ ম্যাচে জেতার হাফ সেঞ্চুরি পূরণ করল ভারত। আপাতত, ৮৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৫০টি ম্যাচে জয় পেল ভারত। এই বিষয়ে টিম ইন্ডিয়া রয়েছে বিশ্বের চার নম্বরে। পাকিস্তান জিতেছে সবথেকে বেশি ৬৯টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫৭টি ম্যাচে। শ্রীলঙ্কা জিতেছে ৫১টি ম্যাচে। আর রাঁচিতে নিজেদের ৫০তম ম্যাচ জিতল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন  হাউসফুল যুবভারতী, তিন দশকের ইতিহাসে নতুন মাইলফলক

Read More