Home> খেলা
Advertisement

IPL 2021: কবে শুরু আইপিএল? দিনক্ষণ প্রায় চূড়ান্ত BCCI-এর

সংযুক্ত আরব আমিরশাহিতে বসেছিল ১৩তম আইপিএলের আসর। তবে এবার দেশের মাটিতে আইপিএল আয়োজনে তৎপর বিসিসিআই।

IPL 2021: কবে শুরু আইপিএল? দিনক্ষণ প্রায় চূড়ান্ত BCCI-এর

নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ২০২১ সালের আইপিএল ভারতেই হবে। সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর বসতে চলেছে দেশেই।

করোনাভাইরাসের কারণে ২০২০ সালে দেশের মাটিতে আইপিএল আয়োজন করতে পারেনি বিসিসিআই। সংযুক্ত আরব আমিরশাহিতে বসেছিল ১৩তম আইপিএলের আসর। তবে এবার দেশের মাটিতে আইপিএল আয়োজনে তৎপর বিসিসিআই। ২০২১ সালের আইপিএলের সম্ভাব্য দিনক্ষণ ঠিক করে ফেলেছে বিসিসিআই।

সংবাদসংস্থা PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল জানিয়েছিলেন, "ভারতেই আইপিএল করার ভাবনা রয়েছে। এই মুহূর্তে বিকল্প কিছু ভাবছি না। কোভিডের কথাই যদি বলা হয় তাহলে সংযুক্ত আরব আমিরশাহির তুলনায় ভারতের অবস্থা ভাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ভারতেই হবে আইপিএল।"

আরও পড়ুন- হাসপাতাল থেকে বাড়ি ফিরেই Narendra Modi-কে কৃতজ্ঞতা জানালেন Sourav Ganguly

এদিকে ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হবে আসন্ন আইপিএলের মিনি নিলাম। আইপিএল-এর আগে ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার ভাবনা-চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ১১ এপ্রিল শুরু হতে পারে ২০২১ সালের আইপিএল। দু মাসব্যাপী টুর্নামেন্ট শেষ হতে পারে ৫ কিংবা ৬ জুন।

আরও পড়ুন- বোলিং অ্যাকশন নকল করে Kumble-র প্রশংসা পেলেন Bumrah

 

Read More