PHOTOS

Mumbai-Howrah Train Accident Updates: মঙ্গলবার দুর্ঘটনার আগে ঘটেছিল অবিশ্বাস্য ঘটনা! মালগাড়িটির চাকা...

tes: ১৮টি বগি লাইনচ্যুত হয়েছিল মুম্বই মেলের। কীভাবে ঘটল এরকম দুর্ঘটনা? 'জি ২৪ ঘণ্টা'র অন্তর্তদন্তে ধরা পড়ল সেই ছবি। কেন বার...

Advertisement
1/6
লাইন থেকে স্লিপারে
লাইন থেকে স্লিপারে

জানা গিয়েছে, বড়া বাম্বু স্টেশন ছাড়ার ১০০ মিটার পরেই মালগাড়ির একটি বা দুটি ওয়াগনের চাকা লাইন থেকে নেমে স্লিপারে চলে এসেছিল।

2/6
ভাঙতে-ভাঙতে
ভাঙতে-ভাঙতে

এবং তার পরে স্লিপার ভাঙতে-ভাঙতে মালগাড়ি সামনের দিকে এগিয়ে যায়।

3/6
সাক্ষ্য ছবিই
সাক্ষ্য ছবিই

মালগাড়ির চাকা যে স্লিপারের উপর দিয়ে গিয়েছে, তা স্পষ্ট দেখা যাচ্ছে স্লিপার ভাঙার যে ছবি 'জি ২৪ ঘণ্টা'র কাছে ধরা পড়েছে সেখানে।

4/6
টানতে-টানতে ১ কিমি
টানতে-টানতে ১ কিমি

মালগাড়ির চাকা স্লিপারের উপরে নেমে যাওয়ার প্রায় এক কিলোমিটার পর পর্যন্ত মালগাড়িটিকে সেই ভাবেই টেনে নিয়ে যাওয়া হয়!

5/6
উল্টে যায় ওয়াগন​
উল্টে যায় ওয়াগন​

তারপরে ওই লাইনচ্যুত চাকা যে ওয়াগানগুলির ছিল সেই ওয়াগান দুটি পুরোপুরি পাল্টি খেয়ে যায়।

6/6
মেল-মালগাড়ি ধাক্কা
মেল-মালগাড়ি ধাক্কা

এবং গিয়ে পড়ে পাশের আপ লাইনে, আর সেখানে তখন ছুটে আসছিল মুম্বাই মেল!





Read More