PHOTOS

Bengal Weather Update | Orange Alert: বন্যাজলে প্লাবিত হবে বাংলা, ঝড়ে কাঁপবে? কয়েকঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে কোন বিপদ?

র দিকে জারি হয়েছিল হলুদ সতর্কতা। এবার জারি হল কমলা সতর্কতা। কে...

Advertisement
1/6
সতর্কতা
সতর্কতা

সকালে বলা হয়েছিল ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রপাত ও বিদ্যুতের ভ্রুকুটি। কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি। বলা হয়েছিল ৩ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে দুর্যোগ।

2/6
কোথায়-কোথায়
কোথায়-কোথায়

কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে এই হলুদ সতর্কতা জারি হয়েছিল। 

3/6
নিম্নচাপ
নিম্নচাপ

ওদিকে আবহাওয়া দফতর ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে জানিয়েছিল, আগামিকাল বুধবার ২২ মে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত রূপ নেবে নিম্নচাপের।

4/6
অতি গভীর নিম্নচাপ
অতি গভীর নিম্নচাপ

আর শুক্রবার ২৪ মে এটি অতি গভীর নিম্নচাপের চেহারা নেবে।

5/6
কমলা সতর্কতা
কমলা সতর্কতা

সকালের দিকে জারি হয়েছিল হলুদ সতর্কতা। এবার জারি হল কমলা সতর্কতা। কোথায় কোথায় কমলা সতর্কতা? 

6/6
দুই জেলায়
দুই জেলায়

বাংলার দুটি জেলায় বজ্রবিদ্যুতের সঙ্গেই প্রবল ঝড়বৃষ্টি ধেয়ে আসছে। বৃষ্টি অবশ্য কোথাও কোথাও হালকা থেকে মাঝারিও হবে। কোন কোন জেলায়? আপাতত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। 





Read More