PHOTOS

US Open 2019: ইতিহাসে সুমিত নাগাল; গ্র্যান্ড স্লাম অভিষেকে ভারতীয় খেলোয়াড়ের প্রতিপক্ষ রজার ফেডেরার

Advertisement
1/5
1
1

ইউএস ওপেনের মেন ড্র-তে পৌঁছে ইতিহাস গড়েছেন ভারতীয় টেনিস খেলোয়াড় সুমিত নাগাল।

2/5
2
2

যোগ্যতা নির্ণায়ক পর্বের ফাইনালে প্যান আমেরিকান গেমসে সোনাজয়ী ব্রাজিলের জোয়াও মেনেনজেসকে হারান ২২ বছর বয়সী সুমিত নাগাল।

 

3/5
3
3

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সুমিত এখন ১৯০ নম্বরে। ইউএস ওপেনের মূলপর্বে প্রজনেশ গুনেশ্বরণের পাশাপাশি দ্বিতীয় ভারতীয় হিসেবে প্রতিনিধিত্ব করবেন সুমিত। শেষবার ১৯৯৮ সালে উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে দেশের হয়ে একইসঙ্গে প্রতিনিধিত্ব করেছিলেন লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতি।

4/5
4
4

সোমবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে সুমিতের প্রতিপক্ষ কিংবদন্তি রজার ফেডেরার।

 

5/5
5
5

গ্র্যান্ড স্লাম অভিষেকে প্রতিপক্ষ হিসেবে রজার ফেডেরারকে পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় টেনিস তারকা। উচ্ছ্বসিত সুমিত জানান, "ফেডেরার টেনিসের ভগবান। ওঁনার বিরুদ্ধে খেলতে হবে, এটা ভেবেই আমি ভীষণ খুশি।"





Read More