PHOTOS

Ukraine: উপরে কামানের গোলা, আগুন, বারুদের গন্ধ, মৃত্যু! আর নীচে যেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স...

hool: ইউক্রেনেই তৈরি হল বিশ্বের সর্বপ্রথম মাটির নীচের স্কুল। সেইখানেই যেন এক টুকর...

Advertisement
1/7
সর্বপ্রথম মাটির নীচের স্কুল
সর্বপ্রথম মাটির নীচের স্কুল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউক্রেনে যুদ্ধের আবহ। কামানের গোলা-আগুন-বারুদের গন্ধই যেন নিত্য দিনের সঙ্গী। কিন্তু সেই সবের মাঝেও যেন একটুখানি বাঁচার আশা।

 

2/7
সর্বপ্রথম মাটির নীচের স্কুল
সর্বপ্রথম মাটির নীচের স্কুল

ইউক্রেনেই তৈরি হল বিশ্বের সর্বপ্রথম মাটির নীচের স্কুল। সেইখানেই যেন এক টুকরো আনন্দের খোঁজে বহু ছাত্রের ভিড়। 

 

3/7
সর্বপ্রথম মাটির নীচের স্কুল
সর্বপ্রথম মাটির নীচের স্কুল

এই স্কুল মাটির স্তর থেকে প্রায় ৬ মিটার বা ২০ ফিট নীচে। রাশিয়ার ড্রোন এবং মিশাইল আক্রমণ থেকে বাঁচার জন্যই তৈরি করা হয়েছে এই স্কুল।

 

4/7
সর্বপ্রথম মাটির নীচের স্কুল
সর্বপ্রথম মাটির নীচের স্কুল

ফুটপাথের উপর একটি ছোট সাদা কংক্রিটের ঘরের একটি দরজা দিয়ে খারকিভ প্রাইমারি স্কুল 155-এ পৌঁছানো যায়। 

 

5/7
সর্বপ্রথম মাটির নীচের স্কুল
সর্বপ্রথম মাটির নীচের স্কুল

সিঁড়ি বেয়ে নীচে নেমে গেলেই চলে যাবেন সুন্দর একটি স্কুলে। যদিও এই স্কুলে কোনও জানালা নেই, তবুও এই স্কুলের হাওয়া লাতাসের কোনও সমস্যা নেই। 

 

6/7
সর্বপ্রথম মাটির নীচের স্কুল
সর্বপ্রথম মাটির নীচের স্কুল

স্কুলের প্রতিটি দেওয়াল সাদা এবং হালকা সবুজ রঙ করা। যা বাচ্ছাদেরকেও স্কুলে পড়ার আগ্রহ দেবে।

 

7/7
সর্বপ্রথম মাটির নীচের স্কুল
সর্বপ্রথম মাটির নীচের স্কুল

এই স্কুলে বর্তমানে ৩০০ জন ছাত্রছাত্রী ভর্তি হলেও, সেখানকার মেয়র ঠিক করেছেন পরবর্তীতে দিনে দু'টি শিফটের মাধ্যমে মোট ৯০০ ছাত্রকে পড়ানো হবে।





Read More