PHOTOS

July 2024 Festivals: গোটা জুলাই জুড়ে নানা গুরুত্বপূর্ণ তিথি! জেনে নিন ব্রতের তালিকা, তাৎপর্য, গুরুত্ব...

ব্রত ও উৎসবের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগিনী একাদশী থেকে কামিকা একাদশী পর্যন্ত-- জুলাই মাসে প্রায...

Advertisement
1/7
৭ জুলাই
৭ জুলাই

আগামী ৭ জুলাই, রবিবার জগন্নাথের রথযাত্রা। জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিয়ে বেরোবে রথ।

2/7
বিনায়ক
বিনায়ক

এর পরে ৯ জুলাই মঙ্গলবারে আছে বিনায়ক চতুর্থী। 

3/7
দেবশয়নী
দেবশয়নী

এর পরে ১৭ জুলাই, বুধবার আছে দেবশয়নী একাদশী। 

4/7
গুরুকে শ্রদ্ধা
গুরুকে শ্রদ্ধা

আগামী ২১ জুলাই, রবিবার রয়েছে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা। এদিন গুরুকে যথাবিহিত শ্রদ্ধা নিবেদন করেন শিষ্যরা। 

5/7
শ্রাবণ সোমবার
শ্রাবণ সোমবার

এরপর আগামী ২২ জুলাই, সোমবার পড়ছে শ্রাবণের প্রথম সোমবার। ভক্তেরা এই দিনটিকে খুবই মানেন।

6/7
কালাষ্টমী
কালাষ্টমী

এর পরে ২৭ জুলাই, শনিবার কালাষ্টমী। 

7/7
আরও নানা ব্রত
আরও নানা ব্রত

এছাড়াও গোটা জুলাই মাস জুড়ে রয়েছে নানা ব্রত, পার্বণ। যেমন, আগামীকাল ৪ জুলাই, বৃহস্পতিবার মাসিক শিবরাত্রি, ৫ জুলাই, শুক্রবার আষাঢ় অমাবস্যা, ৬ জুলাই, শনিবার আষাঢ় গুপ্ত নবরাত্রি,২৯ জুলাই, সোমবার দ্বিতীয় শ্রাবণ সোমবার, ৩০ জুলাই, মঙ্গলবার দ্বিতীয় মঙ্গলা গৌরী ব্রত, ৩১ জুলাই, বুধবার কামিকা একাদশী।