PHOTOS

7 Cleanest Cities In India: শুধু সাফসুতরোই নয়, দেশের এই সাত শহরের খাবারও জিভে লেগে থাকবে

িষ্কার-পরিচ্ছন্নতার জন্য ভারতের সাত শহর-ইন্দোর, সুরাট, নবি মুম্বই, অম্বিকাপুর, মাইসোর, বিজয়ওয়াড়া ও জামশেদপুর আলাদাই সুনাম অর্জন করেছে...

Advertisement
1/7
জামশেদপুর
জামশেদপুর

জামশেদপুর 'ভারতের স্টিল সিটি'। এই শহরে ছাতু বেশ জনপ্রিয়।

2/7
বিজয়ওয়াড়া
বিজয়ওয়াড়া

অন্ধ্রপ্রদেশে শহর বিজয়ওয়াড়া। এই শহরটি কণক দুর্গা মন্দিরের জন্য পরিচিত। এখানকার বোরেলু  মিষ্টির আলাদাই চাহিদা।

 

3/7
অম্বিকাপুর
অম্বিকাপুর

ছত্তিশগড়ের অম্বিকাপুর ঐতিহাসিক ভাবে প্রসিদ্ধ এক শহর। রামায়ণ এবং মহাভারতে রয়েছে এই শহরের উল্লেখ। তেমনই অড়হর ডাল ও কোচাই পাতা দিয়ে তৈরি ইধহার পদটি বেশ জনপ্রিয়।

4/7
মাইসোর
মাইসোর

প্রাসাদের শহর মাইসোর। এখানকার মশালা ধোসার জগৎ জোড়া নাম।

5/7
নবি মুম্বাই
নবি মুম্বাই

স্বপ্নের শহর মুম্বই। এখানকার বোম্বাই স্যান্ডউইচ, ভেলপুরী ও বড়াপাও একবার খেয়ে দেখবেন। এ স্বাদ ভোলা অসম্ভব। 

6/7
সুরাট
সুরাট

গুজরাটের শহর সুরাট। টেক্সটাইল শিল্পের পাশাপাশি এখানকার ঘারি নামের মিষ্টিও সমান ভাবে বিখ্যাত।

7/7
ইন্দোর
ইন্দোর

মধ্যপ্রদেশের শহর ইন্দোর। ষোড়শ শতকের শহরটি জাঁকজমকপূর্ণ প্রাসাদ, মন্দির ও মন্ত্রমুগ্ধকর উদ্যানের জন্য পরিচিত। তবে ইন্দোর বললেই, বলতে হবে, সেখানকার বিখ্যাত খাবারের কথা। এখানে পোহার সঙ্গে জিলিপি এবং সিঙারার কম্বো দারুণ জনপ্রিয়। 





Read More