PHOTOS

দেশের বাইরে ভারতের পয়া মাঠ অস্ট্রেলিয়ার Melbourne Cricket Ground

Advertisement
1/8

সাফল্যের নিরিখে দেশের বাইরে পয়া মাঠে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। মঙ্গলবার মেলবোর্নে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে চার টেস্টের সিরিজে সমতা ফিরিয়েছে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে এটি ছিল শততম টেস্ট।

2/8

বিদেশের মাটিতে এর আগে তিনটি ভেন্যুতে তিনটি করে টেস্ট ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। এই তিনটি ভেন্যু হল পোর্ট অফ স্পেন, কিংসটন এবং কলোম্বো।

3/8

মেলবোর্নে এটি ভারতের চতুর্থ টেস্ট জয়। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মোট ১৪টি টেস্ট ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। এর মধ্যে চারটিতে জিতেছে ভারতীয় ক্রিকেট দল। আটটি টেস্টে জিতেছে অস্ট্রেলিয়া। ২টি টেস্ট ড্র হয়েছে।

4/8

মেলবোর্নে ভারত প্রথম জয় পায় ১৯৭৭-৭৮ মরসুমে। অস্ট্রেলিয়াকে ২২২ রানে হারিয়েছিল ভারত।

5/8

১৯৮১ সালে মেলবোর্নে দ্বিতীয় জয় পায় টিম ইন্ডিয়া। ৫৯ রানে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল।

 

6/8

তিন দশক পর আবার মেলবোর্নে টেস্ট ম্যাচ জেতে ভারত। ২০১৮ সালে কোহলি ব্রিগেড ১৩৭ রানে ম্যাচ জিতেছিল।

7/8

২০২০ সালে মেলবোর্নে চতুর্থ জয় পেল ভারত। বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে দুরন্ত জয় টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারায় টিম ইন্ডিয়া।

8/8

পর পর দুটো অস্ট্রেলিয়া সফরে এই মেলবোর্নে জয় পেল টিম ইন্ডিয়া। কোহলির ভারত ২০১৮ সালে আর রাহানের ভারত ২০২০ সালে মেলবোর্ন টেস্ট জিতে নেয়।  





Read More