PHOTOS

বেশি কথা বলে মহাসমস্যায়! শোয়েব আখতারের নামে মানহানির মামলা

Advertisement
1/5
মানহানির মামলা শোয়েবের বিরুদ্ধে
মানহানির মামলা শোয়েবের বিরুদ্ধে

বেশি কথা বলে সমস্যয় পড়লেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তাঁর নামে মানহানির মামলা করলেন পাকিস্তানের এক আইনজীবী। 

2/5
মানহানির মামলা শোয়েবের বিরুদ্ধে
মানহানির মামলা শোয়েবের বিরুদ্ধে

কখনও নিজের দেশের কোনও প্রাক্তন ক্রিকেটারকে নিয়ে, কখনও আবার পিসিবির কোনও কর্তাকে নিয়ে সমালোচনা শুরু করেছিলেন শোয়েব। নিজের ইউ টিউব চ্যানেলে ভারতীয় ক্রিকেটারদের নিয়েও কথা বলেছেন তিনি। এবার এত কথা বলার ফল ভোগ করতে হবে তাঁকে। 

3/5
মানহানির মামলা শোয়েবের বিরুদ্ধে
মানহানির মামলা শোয়েবের বিরুদ্ধে

পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইনী উপদেষ্টা তফাজ্জল রিজভি মানহানির মামলা করেছেন শোয়েবের বিরুদ্ধে। এমনকী ক্রিমিনাল কেস পর্যন্ত দায়ের করেছেন তিনি। নিজের ইউ টিউব চ্যানেলে তাঁর নামে শোয়েব অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন রিজভি।

4/5
মানহানির মামলা শোয়েবের বিরুদ্ধে
মানহানির মামলা শোয়েবের বিরুদ্ধে

শোয়েবের নামে দুটি মামলা করেই ক্ষান্ত হননি রিজভি। একইসঙ্গে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি—র কাছে তিনি আপিল করেছেন, এই ব্যাপারে আখতারের বিরুদ্ধে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

5/5
মানহানির মামলা শোয়েবের বিরুদ্ধে
মানহানির মামলা শোয়েবের বিরুদ্ধে

পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমল ফিক্সিং প্রস্তাবের তথ্য গোপন করেছিলেন। সেই অপরাধে তাঁকে তিন বছরের নির্বাসনের শাস্তি দিয়েছে পিসিবি। এই প্রসঙ্গে কথা বলার সময় ইউটিউব চ্যানেলে রিজভিকে নিয়ে আলটপকা মন্তব্য করেন শোয়েব। এর পরই এক বিবৃতিতে পাকিস্তানের বার কাউন্সিল তাঁকে আইনি বিষয়ে অযথা নাক না গলানোর পরামর্শ দেয়।





Read More