PHOTOS

Shastry Viruddh Shastry: রাজ্যসভায় প্রথম বাঙালি পরিচালকের ছবির প্রদর্শন , 'উচ্ছ্বসিত' নন্দিতা-শিবপ্রসাদ

y: রাজ্যসভার সাংসদদের জন্য প্রদর্শিত হবে 'শাস্ত্রী বিরুধ শাস্ত্রী'। প্রথম কোনও বাঙালি পরিচালকের ছবি প্রদর্শিত হবে। রাজ্যস...

Advertisement
1/6
'শাস্ত্রী বিরুধ শাস্ত্রী'
'শাস্ত্রী বিরুধ শাস্ত্রী'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যসভার সাংসদদের জন্য প্রদর্শিত হবে 'শাস্ত্রী বিরুধ শাস্ত্রী'। প্রথম কোনও বাঙালি পরিচালকের ছবি প্রদর্শিত হবে। এর আগে কাশ্মীর ফাইলস, গদর টু আর বাহুবলী দেখানো হয়েছে। এবার প্রদর্শিত হবে 'শাস্ত্রী বিরুধ শাস্ত্রী'। শিবু নন্দিতা ছবি পোস্তর হিন্দি রিমেক। মিমির প্রথম হিন্দি ছবি। সৌমিত্র চট্টোপাধ্যায় এর চরিত্রে অভিনয় করেছেন পরেশ  রাওয়াল।

 

2/6
'শাস্ত্রী বিরুধ শাস্ত্রী'
'শাস্ত্রী বিরুধ শাস্ত্রী'

রাজ্যসভায় ছবিটি ২৩ মার্চ জিএমসি বালযোগী অডিটোরিয়ামে, সংসদ গ্রন্থাগার ভবনে, সকাল ১১.৩০ টায় প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

3/6
'শাস্ত্রী বিরুধ শাস্ত্রী'
'শাস্ত্রী বিরুধ শাস্ত্রী'

'শাস্ত্রী বিরুধ শাস্ত্রী' মুক্তির পরই দর্শকদের মন জয় করেছে। নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার ২০ দিনের জন্য শীর্ষ ১০ তালিকায় স্থান অর্জন করেছে। দর্শক এবং সমালোচকদের কাছ থেকে একইভাবে প্রশংসা কুড়িয়েছে। পরেশ রাওয়াল, নীনা কুলকার্নি, মনোজ যোশী, শিব পণ্ডিত, মিমি চক্রবর্তী, কবির পাওয়া-কে ছবিতে দেখা গিয়েছে।

 

4/6
'শাস্ত্রী বিরুধ শাস্ত্রী'
'শাস্ত্রী বিরুধ শাস্ত্রী'

প্রসঙ্গত, রাজ্যসভায় বিশেষ স্ক্রিনিংয়ে রাজ্যসভার মহাসচিব এবং অভিনেতা পরেশ রাওয়াল, সহ পরিচালক নন্দিতা রায় উপস্থিত থাকবেন। 

5/6
'শাস্ত্রী বিরুধ শাস্ত্রী'
'শাস্ত্রী বিরুধ শাস্ত্রী'

ছবিটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, পরেশ রাওয়াল পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে বলেন, 'এরকম একটি দুর্দান্ত ছবিতে কাজ করে আমি অভিভূত। আমি শুধু এটাই বলতে চাই যে, আমি আপনাকে ভালোবাসি। ভগবানের কাছে প্রার্থনা করি যেন আপনার দীর্ঘজীবী হয়। একজন অভিনেতা হিসাবে আমার ক্যারিয়ার অসম্পূর্ণ থাকত যদি আমি এই ছবিটি না করতাম।'

6/6
'শাস্ত্রী বিরুধ শাস্ত্রী'
'শাস্ত্রী বিরুধ শাস্ত্রী'

ছবির প্রসঙ্গে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, 'আমার বন্ধু, দেবাশীষ সাহা, যিনি দিল্লিতে থাকেন, স্বপ্ন দেখেছিলেন যে আমরা সংসদে ছবিটি প্রদর্শন করব। এই স্ক্রিনিংয়ের মাধ্যমে, তার স্বপ্ন সত্যি হচ্ছে এবং এটি আমার জন্য একটি বড় বিষয়। শাস্ত্রী বিরুধ শাস্ত্রী হল আমাদের প্রথম হিন্দি ফিল্ম যা সব জায়গা থেকে প্রশংসা অর্জন করেছে।'