PHOTOS

Russia-Ukraine War: বাইরে রুশ সেনার মুহুর্মুহু গোলাবর্ষণ, বম্ব শেল্টারে বিবাহ সারলেন ইউক্রেনিয় যুগল

আনন্দ। ইতিমধ্যে ইউক্রেনের দক্ষিণাংশের খেরসন শহরের দখল নিয়েছে রুশ সেনা। Ukraine’s State Emergency Service জানিয়েছে যে, এখনও পর্যন্ত ২০০...

Advertisement
1/6
বম্ব সেল্টারে গাঁটছড়া
বম্ব সেল্টারে গাঁটছড়া

নিজস্ব প্রতিবেদন: রাশিয়ার আক্রমণে বিধ্বস্ত ইউক্রেন (Russia-Ukraine War)। দেশজুড়ে ধ্বংসের চিহ্ন স্পষ্ট। যখন তখন রকেট, মিসাইল হানার আশঙ্কা। এরই মধ্যে গাঁটছড়া বাঁধলেন দুই যুগল। তাও আবার বম্ব শেল্টারে। 

2/6
বিবাহবন্ধনে আবদ্ধ হল ইউক্রেনিয় যুগল
বিবাহবন্ধনে আবদ্ধ হল ইউক্রেনিয় যুগল

চারপাশে সাইরেন বাজছে। রাস্তায় সেনার বুটের আওয়াজ। সমরাস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে বাহিনী। চারদিকে কেবল হাহাকার। এরই মধ্যে ইউক্রেনের ওদেসা শহরে বিবাহবন্ধনে আবদ্ধ হল ইউক্রেনিয় যুগল।

3/6
চাকচিক্য-জাঁকজমকহীন বিবাহ
চাকচিক্য-জাঁকজমকহীন বিবাহ

ছবিগুলো প্রকাশ করেছে বেলারুসের একটি সংবাদমাধ্যম। যেখানে দেখা যাচ্ছে পোশাকে নেই কোনও চাকচিক্য। নেই কোনও জাঁকজমক। মেয়েটি হাতে ধরে রয়েছে একটি ফুলের তোড়া। ছেলেটি আইনি কাগজে সই করছেন। 

4/6
বিশেষ দিনটি পালন করলেন তাঁরা
বিশেষ দিনটি পালন করলেন তাঁরা

অপর একটি ছবিতে দেখা যায়, সেখানে উপস্থিত সকলের মধ্যে পাউরুটি ভাগ নিচ্ছে নবদম্পতি। যুদ্ধবিধ্বস্ত দেশে এভাবেই বিশেষ দিনটি পালন করলেন তাঁরা।

5/6
খেরসন শহরের দখল নিয়েছে রুশ সেনা
 খেরসন শহরের দখল নিয়েছে রুশ সেনা

বুধবারই ইউক্রেনের তরফে নিশ্চিত করে বলা হয়েছে যে দক্ষিণাংশের খেরসন শহরের দখল নিয়েছে রুশ সেনা। 

6/6
এখনও পর্যন্ত ২০০০ সাধারণ মানুষের মৃত্যু
এখনও পর্যন্ত ২০০০ সাধারণ মানুষের মৃত্যু

Ukraine’s State Emergency Service ইতিমধ্যে জানিয়েছে যে, এখনও পর্যন্ত ২০০০ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। 





Read More