PHOTOS

Ram Mandir Rituals: ১২৫ কলসের জলে স্নান করিয়ে প্রাণ প্রতিষ্ঠা রামলালার! হাজির থাকবে ১৫০ দেশ...

ানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। আর আজ, ১৬ জানুয়ারি থেকেই শুরু রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে অযোধ্যার উৎ...

Advertisement
1/8
সরযূতীরে
সরযূতীরে

আজ, ১৬ জানুয়ারি দশবিধ স্নান আছে, হবে বিষ্ণুপূজা, সরযূর তীরে হবে গোদান।

2/8
রামলালার মূর্তি
রামলালার মূর্তি

পরদিন ১৭ জানুয়ারি রামলালার মূর্তি নিয়ে একটি শোভাযাত্রা অযোধ্যায় পৌঁছবে। তাঁদের সঙ্গে থাকে সরযূর জলে পূর্ণ কলস।

3/8
গণেশপুজো
গণেশপুজো

১৮ জানুয়ারি গণেশ পুজো দিয়ে প্রাণ প্রতিষ্ঠার মূল অংশের আচারের শুরু। হবে ব্রাহ্মণ বরণ বা বাস্তুপূজার মতো কাজও।

4/8
নবগ্রহপ্রতিষ্ঠা-হোম
নবগ্রহপ্রতিষ্ঠা-হোম

১৯ জানুয়ারি নবগ্রহ প্রতিষ্ঠা। হবে হোমও।

5/8
অন্নাধিবাস
অন্নাধিবাস

২০ জানুয়ারি সরযূর জলে মন্দির ধোয়া হবে। এর পরে হবে অন্নাধিবাস।

6/8
১২৫ কলসজলে
১২৫ কলসজলে

২১ জানুয়ারি রামলালাকে ১২৫ কলসজলে স্নান করানো হবে

 

7/8
রামলালার মূর্তি স্থাপন
 রামলালার মূর্তি স্থাপন

২২ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা-র মধ্যে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে, তারপর রামলালার মূর্তি স্থাপন করা হবে। 

 

8/8
২১-২২ জানুয়ারি মন্দিরেপ্রবেশ বন্ধ
 ২১-২২ জানুয়ারি মন্দিরেপ্রবেশ বন্ধ

তবে সাধারণ মানুষের জন্য ২১ ও ২২ জানুয়ারি মন্দিরে প্রবেশ বন্ধ থাকবে। ২২ জানুয়ারি প্রাণপ্রতিষ্ঠার সমস্ত আচার-অনুষ্ঠান হয়ে গেলে তা বন্ধই রাখা হবে। ২৩ জানুয়ারি থেকে তা ভক্তসাধারণদের জন্যে খুলে দেওয়া হবে।  





Read More