PHOTOS

ঋতুস্রাবের দিন ব্যবসাই হয় না!

Advertisement
1/9
Menstruation_9
Menstruation_9

 মাসে ৩ দিন। বছরে ৩৬ দিন। অর্থাত্ এক বছরে প্রায় এক মাসেরও বেশি সময় ব্যবসাই করতে পারে না ওঁরা। কারণ, ঋতুস্রাবের সময় কোনও খরিদ্দারই আসে না যৌনকর্মীদের কাছে। 

2/9
Menstruation_8
Menstruation_8

কলকাতা (সোনাগাছি), মুম্বই (কামাথিপুরা), পুণে (বুধওয়ার পেথ), এলাহবাদ (মীরগঞ্জ), বিহার (চতুর্ভূজস্থান, মুজাফ্ফরপুর), উত্তরপ্রদেশ (শিবদাসপুর)-সব জায়গাতেই ছবিটা একই।

3/9
Menstruation_7
Menstruation_7

দেশের তো বটেই এশিয়ার বৃহত্তম যৌনপল্লী অর্থাত্ কলকাতার সোনাগাছির অর্থনীতিতেও ছাপ ফেলে ঋতুস্রাব। 

4/9
Menstruation_6
Menstruation_6

দেশের দ্বিতীয় বৃহত্তম যৌনপল্লী মুম্বইয়ের কামাথিপুরাতেও ছবিটা একই। মাসের যে কয়টি দিন 'শরীর খারাপ' থাকে, সে দিনগুলোয় ব্যবসাও এক প্রকার বন্ধ থাকে। 

5/9
Menstruation_5
Menstruation_5

কামাথিপুরার এক যৌনকর্মী 'এই দিনগুলি'র অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে বলছেন, “এই দিনগুলো (ঋতুস্রাব) ছুটি নিই। কোনও কাজই করতে পারি না। আর সে কারণে ব্যবসাও হয় না”।

6/9
Menstruation_4
Menstruation_4

কামাথিপুরার আরও এক যৌনকর্মীর কথায়, “ঋতুস্রাবের দিনগুলো-তে ছুটি থাকলে একদিকে ভাল-ই হয়। নিজের জন্য কিছু করার সময় পাই”।

7/9
Menstruation_3
Menstruation_3

এই একই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় নীল ছবির দুনিয়ার সঙ্গে যুক্ত পেশাদারদেরও। ঋতুস্রাবের দিনে কাজ পড়ে গেলে সাধারণত শুটিং বাতিল করেন তাঁরা।

8/9
Menstruation_2
Menstruation_2

অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে এক পর্ন তারকা জানান, “ঋতুস্রাবের সময় যৌনতা দেখতে কেউ-ই পছন্দ করবে না। সে কারণেই ওই দিনগুলো-তে শুটিং বন্ধ রাখার চেষ্টাই করা হয়”। 

9/9
Menstruation_1
Menstruation_1

একইভাবে পরিস্থিতির মোকাবিলা করেন স্ট্রিপাররাও।





Read More