PHOTOS

Republic Day Parade 2023: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, চূড়ান্ত মহড়া শেষ রেড রোডে

ও সাংস্কৃতিক শক্তি প্রদর্শনের জন্য সরকার ২৬জানুয়ারী, ২০২৩ সালে একটি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ আয়োজন করবে। এই বছরের কুচকাওয়াজে উপ...

Advertisement
1/7
থাকবে অস্ত্র
থাকবে অস্ত্র

অয়ন ঘোষাল: যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ভারতীয় স্থল সেনার অত্যাধুনিক সমরাস্ত্র। পূর্বাঞ্চলীয় সেনার বিভিন্ন রেজিমেন্টাল ডিসিপ্লিন।

2/7
সঙ্গে কলকাতা পুলিস
সঙ্গে কলকাতা পুলিস

সঙ্গে কলকাতা পুলিসের মহিলা রেপিড ফোর্স এবং উইনার্স। সঙ্গে অবশ্যই আমাদের প্রাণের প্রিয় দুর্গাপুজো।

3/7
চূড়ান্ত মহড়া
চূড়ান্ত মহড়া

 এবারের সাধারণতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজের দেড় ঘন্টার চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হল দুদিন আগেই।

4/7
সকাল নটায় অ্যাসেমবলি
সকাল নটায় অ্যাসেমবলি

২৬ জানুয়ারি ঠিক সকাল নটায় অ্যাসেমবলি। ফোর্ট উইলিয়াম বিজয় স্মারকের সামনে।

5/7
কখন আসবেন রাজ্যপাল
কখন আসবেন রাজ্যপাল

কাঁটায় কাঁটায় সকাল পৌনে দশটায় আসবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

6/7
কখন আসবেন মুখ্যমন্ত্রী?
কখন আসবেন মুখ্যমন্ত্রী?

এরপর পুলিস মেমোরিয়াল মূর্তির সামনে থেকে পায়ে হেঁটে রেড রোডে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুরু হবে দেড় ঘন্টার কুচকাওয়াজ। 

7/7
স্কুল পড়ুয়া
স্কুল পড়ুয়া

থাকবে কলকাতার ১৭ টি স্কুলের পড়ুয়ারাও।





Read More