PHOTOS

Ram Navami in Ayodhya: আলোয় আলো! জেনে নিন, রামনবমী উপলক্ষে কীভাবে সেজে উঠছে রামমন্দির...

ন'দিনের উৎসব। নবরাত্রি তিথির শেষ দিনটি রামনবমী হিসেবে পালিত হয়। রামনবমীর আগেই সেজে উঠেছে অযোধ্যার রামমন্দির। অপূর্ব আল...

Advertisement
1/7
নবরাত্রি-রামনবমী যোগ
নবরাত্রি-রামনবমী যোগ

চৈত্র নবরাত্রির সঙ্গে রামনবমীর কী যোগাযোগ? এদিন রামের জন্মদিন বলে ধরা হয়।

2/7
নবরাত্রি তিথির শেষ দিনে
নবরাত্রি তিথির শেষ দিনে

অনেক ভক্তিমান হিন্দুই দেবী দুর্গার নানা অবতারের এই পুজোর নবরাত্রি তিথির শেষ দিনটি রামনবমী হিসেবে পালন করেন। 

3/7
নবমীতে জন্ম
নবমীতে জন্ম

তাঁরা মনে করেন, দশরথপুত্র শ্রীরামচন্দ্র, যাঁকে শ্রীবিষ্ণুর অংশজাত মনে করা হয়, তিনি নবরাত্রির শেষ দিনে, নবমীতে জন্মগ্রহণ করেছিলেন। 

4/7
রামপুজো
রামপুজো

সেই হিসেবে দিনটি রামনবমী বলে চিহ্নিত। সারা দেশে দিনটিতে রামচন্দ্রের পুজো হয়। 

5/7
বিপুল আড়ম্বর
বিপুল আড়ম্বর

এ বছর অযোধ্যার রামমন্দিরেও বিপুল আড়ম্বরে তা পালিত হবে।

6/7
আভাস
আভাস

সেই আভাসই কয়েকদিন ধরে মিলছে। 

7/7
মর্যাদাপুরুষোত্তম
মর্যাদাপুরুষোত্তম

আগামীকাল অযোধ্যায় মর্যাদাপুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মদিন উপলক্ষে রামচন্দ্রের বালরূপ শ্রীরামলালার বিশেষ পুজোপাঠ সারাদিন ধরে চলবে। 





Read More