PHOTOS

''বাংলার ফ্যাশন ওঁর জন্যই মানচিত্রে স্থান পেয়েছে'', শর্বরী দত্তকে নিয়ে লিখলেন রাজ

Advertisement
1/5

শর্বরী দত্তের মৃত্যুর খবর শুনে আঘাত পেলাম। উনি বাংলার ফ্যাশনকে মানচিত্রে স্থান করে দিয়েছেন। আমি  ভাগ্যবান যে ওঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আশাকরি উনি ভালো জায়গায় আছেন। ওঁর আত্মার শান্তি কামনা করি।

2/5

সবসময় আপনি প্রাণবন্ত ছিলেন, এমনকি কয়েকমাস আগেও আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। যা ঘটেছে বিশ্বাস করতে পারছি না, আমার ভালোবাসা সবসময় আপনার সঙ্গে থাকবে।

3/5

পাওলি দাম লেখেন, ''শর্বরীদির মতো অত্যন্ত প্রতিভাবান, দূরদর্শী, সাহসী এবং অসাধারণ একজন মানুষের মৃত্যুর খবর শুনে আঘাত পেলাম। বাংলা ফ্যাশন ইন্ডাস্ট্রি চিরকাল তাঁর কাছে ঋণী। ওঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রইল।

 

 

4/5

পরিচালক অরিন্দম শীল লিখেছেন, শর্বরী দি আমার প্রিয় মানুষ ছিলেন। তিনি আর নেই শুনে আমি হতবাক হয়ে গেলাম। উনি একজন অসাধারণ মানুষ, যিনি সবসময় হাসিখুশি থাকতেন। ওঁর প্রতিভা আমাদের গর্ব ছিল। শর্বরীদি আপনি যেখানেই আছেন শান্তিতে থাকুন।

5/5

পরমব্রত চট্টোপাধ্যায় লিখেছেন শর্বরীদি নেই, বিষয়টা যেন মানতেই পারছি না। পুরুষদের ফ্যাশনের উদ্ভাবক ছিলেন। ওঁর মার্জিত স্বভাবের কথা সব সময় মনে থাকবে।





Read More