PHOTOS

ছবি: ত্রিভূজ আকারে নতুন সংসদ ভবন, ১০ ডিসেম্বর ভূমিপূজন মোদীর

Advertisement
1/5

নিজস্ব প্রতিবেদন: নতুন সংসদ ভবনের শিলান্যাস করতে চলেছেন নরেন্দ্র মোদী। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, ১০ ডিসেম্বর ভূমিপূজন করবেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার ৭৫ বছরে চালু হবে নতুন ভবনটি।  

2/5

ওম বিড়লা জানান, ৬৪,৫০০ বর্গমিটারের ভবন নির্মাণে খরচ পড়বে ৯৭১ কোটি টাকা। বরাত পেয়েছে টাটা প্রজেক্ট লিমিটেড।   

 

3/5

নতুন ভবনটি ত্রিভূজ আকারের। নকশা করেছে এইচসিপি ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। সাংসদদের জন্য লাউঞ্জ, বিভিন্ন কমিটির ঘর, বড় ডাউনিং এলাকা ও পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

4/5

নতুন ভবনে লোকসভায় বসার আসন ৮৮৮টি। রাজ্যসভায় বসতে পারবেন ৩২৬ জন। লোকসভা হলে থাকতে পারবেন ১২২৪ জন সদস্য। 

5/5

ভূমিকম্পেও ক্ষতি হবে না নতুন সংসদ ভবনের। নির্মাণকাজে সরাসরি কাজ করবেন প্রায় ২০০০ শ্রমিক ও আধিকারিক। এছাড়াও পরোক্ষভাবে যুক্ত থাকবেন ৯০০০ লোক। ৭৫ তম স্বাধীনতা থেকে শুরু হয়ে যাবে নতুন ভবন।  





Read More