PHOTOS

নেতাজির জন্মজয়ন্তিতে লালকেল্লায় বোস মিউজিয়ামের উদ্বোধনে মোদী

Advertisement
1/5
বোস মিউজিয়াম
বোস মিউজিয়াম

নেতাজির ১২২তম জন্মজয়ন্তিতে লালকেল্লায় বোস মিউজিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই মিউজিয়ামটি তিনি সুভাষচন্দ্র বোস ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আইএনএ)-কে উদ্দেশ্যে উত্সর্গ করেন।

2/5
উদ্বোধনে মোদী
উদ্বোধনে মোদী

ওই মিউজিয়ামে নেতাজি ও আইএনএ-র নানা নিদর্শন রয়েছে। সেখানে নেতাজির ব্যবহৃত চেয়ার ও অন্যান্য মেডেল, ব্যাজ, পোশাক সাধারণের দেখার জন্য রাখা হয়েছে।

3/5
পরিদর্শনে প্রধানমন্ত্রী
পরিদর্শনে প্রধানমন্ত্রী

এছাড়া লালকেল্লার ইয়াদ-এ-জালিয়ান, দৃশ্যকলা মিউজিয়াম ও ১৮৫৭-র যুদ্ধর মিউজিয়াম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

4/5
ইয়াদ-এ-জালিয়ান
ইয়াদ-এ-জালিয়ান

ইয়াদ-এ-জালিয়ান মিউজিয়ামটি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের স্মরণে তৈরি। তাছাড়া সেখানে প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় জওয়ানদের সম্বন্ধেও তথ্য রয়েছে। এছাড়া সিপাহী বিদ্রোহের স্মৃতিতে ১৮৫৭ সালের যুদ্ধের মিউজিয়ামটি তৈরি করা হয়েছে।

5/5
দৃশ্যকলা মিউজিয়াম
দৃশ্যকলা মিউজিয়াম

দৃশ্যকলা মিউজিয়ামটিতে ষোড়শ শতাব্দী থেকে স্বাধীনতা পর্যন্ত ভারতের শিল্পকলার নির্দশন রয়েছে।





Read More