PHOTOS

'প্রতিদ্বন্দ্বী'র শ্যুটিং পিছিয়েছে, তবে দর্শকদের জন্য একাধিক শর্টফিল্ম আনছেন সপ্তাশ্ব

Advertisement
1/6

বর্তমান সময়ে দাঁড়িয়ে বড় ছবির পাশাপাশি, ছোট ছবি (Short Film)ও চলচ্চিত্র দুনিয়ার অন্যতম অংশ হয়ে উঠেছে। ভারতীয় সিনেমাপ্রেমী দর্শকদের কথা মাথায় রেখে বর্তমানে শর্ট ফিল্ম বানাতে দেখা যাচ্ছে বহু পরিচালককেই। এবার নিজস্ব প্রযোজনা সংস্থার হাত ধরেই একটি ওয়েবসাইটের জন্য একাধিক শর্টফিল্ম বানাতে উদ্যোগী হলেন 'নেটওয়ার্ক' খ্যাত পরিচালক সপ্তাশ্ব বসু। 

2/6

Neo স্টুডিও-র প্রযোজনায় 'শ্রী অ্যান্ড আই, 'ব্লাইন্ড ডেট' সহ বেশ কয়েকটি শর্টফিল্মের পরিচালনা করছেন সপ্তাশ্ব বসু।

3/6

'শ্রী অ্যান্ড আই, 'ব্লাইন্ড ডেট'-এর গল্প লিখেছেন, রাজ চক্রবর্তীর 'পরিণীতা' সাম্প্রতিক ঘোষিত অঙ্কুশ হাজরার 'ম্যাজিক' খ্যাত গল্পকার অর্ণব ভৌমিক।

4/6

এক দম্পতির দ্বিতীয় বিবাহবার্ষিকীর গল্পই উঠে আসতে চলেছে 'শ্রী অ্যান্ড আই'-এর গল্পে। দম্পতির বিবাহবার্ষিকীর ডিনার টেবিলের কথোপকথন থেকেই গল্প একটা অন্য মোড় নেয়। তবে সেটা কী, তা 'শ্রী অ্যান্ড আই' মুক্তি পাওয়ার পরই জানা যাবে।

5/6

'শ্রী অ্যান্ড আই' ছাড়াও অনিন্দ্য চট্টোপাধ্যায়কে নিয়ে 'ব্লাইন্ড ডেট'-এর কাজও ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন পরিচালক সপ্তাশ্ব বসু।

6/6

প্রসঙ্গত শাশ্বত চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে 'নেটওয়ার্ক' বানানোর পর 'প্রতিদ্বন্দ্বী' বলে একটি ছবির কাজ শুরু করেছিলেন পরিচালক। তবে লকডাউনের কারণে সেই ছবির শ্যুটিং পিছিয়ে গিয়েছে।





Read More