PHOTOS

Alert! ২ দিন বন্ধ থাকবে SBI-এর সমস্ত অনলাইন পরিষেবা

জানুন বিস্তারিত

...
Advertisement
1/6
স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া
স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদন: স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া (SBI) উপভোক্তা সংখ্যা প্রচুর। বহু মানুষ তাঁর পুঁজিটা নিশ্চিন্তে গচ্ছিত রাখেন এই ব্যাঙ্কে। তবে জানেন কি, SBI লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য রয়েছে একটি খারাপ খবর।

2/6
SBI-এর প্রায় ৪৫ কোটি উপভোক্তা
SBI-এর প্রায় ৪৫ কোটি উপভোক্তা

গোটা ভারতে SBI-এর প্রায় ৪৫ কোটি উপভোক্তা রয়েছে। ব্যাঙ্কটির সুদের হারও বেশ ভাল। সম্প্রতি উপভোক্তাদের জন্য  নয়া নোটিস দিয়েছে ব্যাঙ্কটি।

3/6
বন্ধ থাকবে পরিষেবা
বন্ধ থাকবে পরিষেবা

নোটিসে বলা হয়েছে, দু'দিন বন্ধ থাকবে SBI-এর অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা।

4/6
কখন বন্ধ থাকবে পরিষেবা
কখন বন্ধ থাকবে পরিষেবা

জানা গিয়েছে, শনিবার (১১ ডিসেম্বর) এবং রবিবার (১২ ডিসেম্বর) বন্ধ থাকবে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা। 

5/6
কী কী পরিষেবা বন্ধ থাকবে
কী কী পরিষেবা বন্ধ থাকবে

ইন্টারনেট ব্যাঙ্কিং, YONO, YONO Lite, YONO Business, UPI সমস্ত পরিষেবা বন্ধ থাকবে।

6/6
জানুন পরিষেবা বন্ধের সময়
জানুন পরিষেবা বন্ধের সময়

প্রযুক্তিগত কারণে ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টা থেকে ১২ ডিসেম্বর ভোর সাড়ে চারটে পর্যন্ত সমস্ত পরিষেবা বন্ধ থাকবে। 





Read More