PHOTOS

Narendra Modi | Ram Mandir: গৌরবে, বিরাজে রাম! চোখে জল, উদ্বেল নমোর...

অযোধ্যা রাম মন্দিরে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনে এল রামলালার ন...

Advertisement
1/7

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অযোধ্যায় পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটু পরেই হবে রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা।

2/7

বেলা ১২ টা ৫ মিনিট থেকে প্রাণপ্রতিষ্ঠার নিয়মকানুন শুরু হবে। চলবে বেলা ১২ টা ৫৫ মিনিট পর্যন্ত। প্রাণপ্রতিষ্ঠায় শুধুই মোদী-যোগী নন।

3/7

গর্ভগৃহ আচার্য সহ আরও তিন। নেতামন্ত্রী, ধর্মগুরু, শিল্পপতি। বলি স্টার, খেলোয়ার থেকে সাধুসন্ত। সরকারি তালিকায় আট হাজার অতিথি।

4/7

তবে সংখ্যা বেঁধেই আজ মন্দিরে প্রবেশ। কর্ণাটকের ভাস্কর অরুণ যোগরাজের তৈরি রামলালার মূর্তিটির ওজন ২০০ কিলো।

5/7

মূর্তিটি ৪.২৪ ফুট লম্বা, ৩ ফুট চওড়া। রামলালার মূর্তির উপরের দিকে রয়েছে স্বস্তিকচিহ্ন, ওঁ-চিহ্ন, চক্র ও গদা চিহ্ন। তবে রামলালার মূর্তির একেবারে শীর্ষে থাকছেন সূর্য ভগবান।

6/7

রামলালার মূর্তির চারপাশে পাথরে অঙ্কিত রয়েছেন দশাবতার। রামলালার ডানদিকে থাকছেন যথাক্রমে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ এবং বামন অবতার। বাঁদিকে থাকছেন যথাক্রমে পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি অবতার।

7/7

অবতারগণের একেবারে নীচে একদিকে আছেন হনুমান, একদিকে গরুড়। রামলালা দাঁড়িয়ে আছেন একটি পদ্মের উপরে।    





Read More