PHOTOS

অপরাজিত দ্বিশতরানে রেকর্ড গড়লেন মুশফিকুর

Advertisement
1/6
1
1

# মীরপুরে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুশো রানের ম্যারাথন ইনিংস খেলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম৷

2/6
2
2

# ৪২১ বলে অপরাজিত ২১৯ রান করেন মুশফিকুর। ১৮টি চার ও একটি ছয়ে সাজানো তাঁর ইনিংস।

3/6
3
3

# বাংলাদেশের হয়ে টেস্টে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড এখন মুশফিকুরের দখলে। টপকে গেলেন সাকিব আল হাসানের ২১৭ রানের ইনিংসকে।

 

4/6
4
4

# টেস্টে ক্রিকেটে উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর প্রথম যিনি কেরিয়ারে দুটি দ্বিশতরান করলেন৷ এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কার গলে ২০০ রান করেছিলেন তিনি।

5/6
5
5

# উইকেটকিপারদের মধ্যে টেস্টে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের দখলে৷ ২০০০ সালে ভারতের বিরুদ্ধে নাগপুরে ২৩২ রানে অপরাজিত ছিলেন তিনি৷ ঢাকায় এদিন ইনিংস ডিক্লেয়ার না করলে ফ্লাওয়ারকে টপকে যাওয়ার সুযোগ ছিল মুশফিকুরের সামনে৷

6/6
6
6

# উইকেটকিপারদের মধ্যে সর্বোচ্চ রানের তালিকায় চার নম্বরে রয়েছেন মুশফিকুর৷ তাঁর আগে আছেন অ্যান্ডি ফ্লাওয়ার(অপরাজিত ২৩২), কুমার সাঙ্গাকারা (২৩০), মহেন্দ্র সিং ধোনি (২২৪)





Read More