PHOTOS

International Yoga Day 2024: যোগ দিবসে ফিট থাকার মন্ত্র, কী বার্তা মোদী থেকে যোগীর...

: প্রতি বছর ২১ জুন পালিত আন্তর্জাতিক যোগ দিবস। এই দিবসের লক্ষ্য হল সামগ্রিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নতিতে এর বিশাল সম্ভাবনা সম...

Advertisement
1/10
আন্তর্জাতিক যোগ দিবস
আন্তর্জাতিক যোগ দিবস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্তর্জাতিক যোগ দিবসে শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগব্যায়াম সেশনের নেতৃত্ব দিচ্ছেন।

2/10
নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদী

শ্রীনগরে যোগা করছেন প্রধানমন্ত্রী।

3/10
নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদী

ইভেন্টে মোদী ভাষণে, যোগব্যায়ামকে সকলের দৈনন্দিন রুটিনের একটি অংশে পরিণত করার পরামর্শ দিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন যোগা সারা পৃথিবীর ভালো করার মাধ্যম। 

 

4/10
দ্রৌপদী মুর্মু
দ্রৌপদী মুর্মু

যোগ দিবসে উদযাপনে রাষ্ট্রপতি। এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করেন তিনি বিশ্বের সকল সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।

5/10
যোগী আদিত্যনাথ
যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল ১০ তম আন্তর্জাতিক যোগ দিবসে যোগব্যায়াম করছেন।

6/10
রাজনাথ সিং
রাজনাথ সিং

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যোগ দিবসে সেনা কর্মীদের ভাষণ দিচ্ছেন।

7/10
জেনারেল দ্বিবেদী
জেনারেল দ্বিবেদী

দিল্লিতে যোগ ইভেন্টে অংশ নিচ্ছেন সেনাপ্রধান- মনোনীত লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী।

8/10
সিআইএসএফ কর্মীরা
সিআইএসএফ কর্মীরা

কোয়েম্বাটুর বিমানবন্দরের সিআইএসএফ কর্মীরা কোয়েম্বাটুরের ইশা যোগ ফাউন্ডেশনে যোগ সেশন পরিচালনা করেছেন।

9/10
ভারতীয় নৌবাহিনী
ভারতীয় নৌবাহিনী

ভারতীয় নৌবাহিনীর কর্মীরা সমুদ্রসৈকতে যোগ দিবস উপলক্ষে যোগব্যায়াম করছেন।

10/10
সিআরপিএফ কর্মীরা
 সিআরপিএফ কর্মীরা

যোগ দিবস উদযাপনে সিআরপিএফ কর্মীরা।





Read More