PHOTOS

Mamata Banerjee: 'বাংলাকে ডোবানোর জন্য কেন্দ্রই দায়ী!'

ে দেখা পর মমতা বলেন, 'ডিভিসি- এর ছাড়া বিপুল পরিমাণ জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আজ বন্যা কবলিত। পরিকল্পিতভাবে বাংলায় এই ম্যা...

Advertisement
1/5
বন্যা পরিস্থিতি
বন্যা পরিস্থিতি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিভিসির ছাড়া জলে বিপর্যস্ত এখনও পর্যন্ত বাঁকুড়ার ১২০০০, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ৩০০০, হাওড়া জেলার ৪০০০ ও বীরভূম জেলার প্রায় ২০০০ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

 

2/5
বন্যা পরিস্থিতি
বন্যা পরিস্থিতি

DVC জল ছাড়ায় প্লাবিত হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের একাংশ।  নবান্নে ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলা রয়েছে। 

3/5
মুখ্যমন্ত্রীর বক্তব্য
মুখ্যমন্ত্রীর বক্তব্য

আজই বন্যা কবলিতস্থলে সরেজমিনে যান মুখ্যমন্ত্রী। ঘটনাস্থল খতিয়ে দেখা পর মমতা বলেন, 'ডিভিসি- এর ছাড়া বিপুল পরিমাণ জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আজ বন্যা কবলিত। ঝাড়খণ্ডের জলে বাংলা প্লাবিত হচ্ছে। সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে। এত জল এর আগে ছাড়া হয়নি। পরিকল্পিতভাবে বাংলায় এই ম্যান মেড বন্যা করা হচ্ছে। আমি নিজে ডিভিসি-র সঙ্গে কথা বলেছি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।'

4/5
মুখ্যমন্ত্রীর বক্তব্য
মুখ্যমন্ত্রীর বক্তব্য

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'হুগলির পুরশুড়া, গোঘাট-আরামবাগ এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে আমি বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছি। বন্যা দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেছি। আগামীকাল যাবো পাঁশকুড়াতে।' 

5/5
মুখ্যমন্ত্রীর বক্তব্য
মুখ্যমন্ত্রীর বক্তব্য

তিনি বলেন, 'বন্যা পীড়িত মানুষদের যে কোনো দরকারে আমাদের সরকার তাদের পাশে আছে। আমি প্রশাসনকে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি।'





Read More