PHOTOS

Pujor Fashion: সপ্তমীতে লেহেঙ্গা, অষ্টমীতে শাড়ি, জি ২৪ ঘণ্টার ফটোশুটে নজরকাড়া Madhumita

Advertisement
1/8
জিমে মধুমিতা
জিমে মধুমিতা

নিজস্ব প্রতিবেদন: হাতে বাকি আর মাত্র কয়েকটাদিন। পুজো আসছে। শুরু হয়ে গেছে পুজোর শপিং। বাদ নেই সেলিব্রিটিরাও। পুজোর চারদিন কোন কোন পোশাক পরবেন তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন মধুমিতা সরকার। কিন্তু তার আগে পুজোর চারদিন মজা করার জন্য নিজেকে ফিট রাখা প্রযোজন, তাই জিমে হাজির অভিনেতা। 

2/8
জিমের পোশাক
জিমের পোশাক

জিমের জন্য তিনি বেছে নিয়েছেন ব্ল্যাক স্পোর্টস টিশার্ট ও কমলা রঙের ট্রাক প্যান্ট। 

3/8
সপ্তমীর লেহেঙ্গা
সপ্তমীর লেহেঙ্গা

সপ্তমী মানেই পুজো শুরু। এক প্যান্ডেল থেকে আরোক প্যান্ডেলে ঘুরে বেড়ানো। তাই নায়িকা সপ্তমীর জন্য বেছে নিয়েছেন লেহেঙ্গা। 

4/8
সপ্তমীর লুক
সপ্তমীর লুক

লাল ও কমলা দুই রঙের কম্বিনেশনে তৈরি তাঁর লেহেঙ্গা। সঙ্গে ম্যাচিং হলুদ রঙের ব্লাউজ, তার উপর মাল্টিকালার সুতোর কাজ। লেহেঙ্গার সঙ্গে মধুমিতা বেছে নিয়েছেন মানানসই হলুদ নেটের ওড়না। 

5/8
অষ্টমীতে শাড়ি
অষ্টমীতে শাড়ি

অষ্টমী মানেই বাঙালি মেয়েদের প্রথম পছন্দ শাড়ি। মধুমিতাও তার ব্যতিক্রম নন। 

6/8
অষ্টমী লুক
অষ্টমী লুক

অষ্টমীর জন্য তিনি বেছে নিয়েছেন গোল্ডেন পাড়ের লাল কমলা কম্বিনেশনের সিল্কের শাড়ি। তার সঙ্গে মানানসই গোল্ডেন গয়না পছন্দ নায়িকার। সাবেকি সাজে বেশ মানিয়েছে মধুমিতাকে। 

7/8
জমকালো পোশাকে
জমকালো পোশাকে

নবমী মানেই জমকালো সাজ। তাই নবমীর জন্য মধুমিতা বেছে নিয়েছেন কালো রঙের পোশাক।

8/8
নবমী লুক
নবমী লুক

নবমীর জন্য মধুমিতার পছন্দ কালো রঙের সালোয়ার কামিজ। কালোর উপর গোল্ডেন সুতোর কাজের এই সালোয়ারে লাস্যময়ী মধুমিতার লুক নজরকাড়া। 





Read More