PHOTOS

করোনা কাজ কেড়েছে? এই ব্যবসায় মাত্র ৫,০০০ টাকার বিনিয়োগে ঘরে তুলুন প্রচুর লাভ!

Advertisement
1/4

বিশ্বজুড়ে চলা করোনা বিপর্যয়ে কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। কারও আয় কমেছে, কেউ পরিস্থিতির চাপে জীবিকা বদলাতে বাধ্য হয়েছেন। তবে এই পরিস্থিতিতেও মাত্র ৫,০০০ টাকার বিনিয়োগে নিজের ব্যবসা শুরু করা যায়। এই ব্যবসায় আয়ও যথেষ্ট!

2/4

ভাবছেন এমন কোনও ব্যবসা আছে যা এই দুর্দিনের বাজারে মোটা টাকা লাভের মুখ দেখাবে! মাশরুম চাষে মোটা টাকা উপার্জনের সুযোগ রয়েছে। ব্যবসা শুরু করতে গেলে ৫,০০০ টাকার বিনিয়োগই যথেষ্ট!

3/4

এই ব্যবসার জন্য একটি ৩০ থেকে ৪০ গজের জায়গায় মাশরুম চাষের মাটি ও বীজের মিশ্রণ রাখতে হবে। বাজারেও এই সংমিশ্রণটি সহজেই কিনতে পাওয়া যায়। এগুলি ঘরের ছায়ায় রাখলেই হবে। এর পরে, মাশরুমগুলি ২০ থেকে ২৫ দিনের মধ্যে বড় হতে শুরু করে।

4/4

এক মাসের পরই মাশরুমগুলি অনলাইনে বা বাজারে গিয়েও বিক্রি করা যেতে পারে। মাশরুম মোটামুটি ১০০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হয়। অনলাইনেই এই ধরনের কৃষিকাজ সম্পর্কে প্রশিক্ষণ মূলক অসংখ্য ভিডিয়ো রয়েছে। সেখান থেকে শিক্ষা নিয়ে আপনিও এ ব্যবসা করতেই পারেন।





Read More