PHOTOS

Kumari Puja at Adyapeath Mandir: রামনবমীর দিনেই দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে ২০০০ কুমারীকে পুজো...

r: আদ্যা মায়ের স্বপ্নাদেশ পেয়ে অন্নদাঠাকুর ইডেন গার্ডেনের এক গাছতলা থেকে আদ্যামাকে নিয়ে এসে দক্ষিণেশ্বরের পাশের এক জমিতে প্রতিষ্ঠা ক...

Advertisement
1/7
অযোধ্যায় রামলালা
অযোধ্যায় রামলালা

আদ্যা মায়ের স্বপ্নাদেশ পেয়ে অন্নদাঠাকুর ইডেন গার্ডেনের একটি গাছের তলা থেকে আদ্যামাকে নিয়ে এসে দক্ষিণেশ্বরের পাশের এক জমিতে প্রতিষ্ঠা করেছিলেন।

2/7
রামমন্দিরে রামনবমী, আদ্যাপীঠে নবমীপুজো
রামমন্দিরে রামনবমী, আদ্যাপীঠে নবমীপুজো

সেটিই আদ্যাপীঠ মন্দির হিসেবে খ্যাত হয়। সেই আদ্যাপীঠ মন্দিরে অন্নদাঠাকুর শুরু করেছিলেন বাসন্তী পুজো।

3/7
বাসন্তী-নবমী
বাসন্তী-নবমী

আজ থেকে ১১০ বছর আগে, এই বাসন্তী পুজোর নবমীর দিন অর্থাৎ, রামনবমীর দিন ২৮ জন কুমারীকে দিয়ে শুরু করেছিলেন কুমারীপুজো।

4/7
দক্ষিণেশ্বর আদ্যাপীঠ
দক্ষিণেশ্বর আদ্যাপীঠ

সেই থেকে অন্নদা ঠাকুরের রীতি মেনে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে রামনবমীর দিন অনুষ্ঠিত হয় কুমারী পুজো।

5/7
মন্দির চত্বরে
মন্দির চত্বরে

এ বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০০০ কুমারীকে মাতৃরূপে পুজো করা হল দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে। 

6/7
মায়ের দর্শন
মায়ের দর্শন

কুমারী পুজো করতে গিয়ে কুমারীদের মধ্যেই মায়ের দর্শন পেয়েছিলেন অন্নদা ঠাকুর।

7/7
ভক্তসমাগম
ভক্তসমাগম

সেই থেকেই এই আদ্যাপীঠ মন্দিরে কুমারী পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। এই রামনবমীর দিন আদ্যাপীঠ মন্দিরে কুমারী পুজো দেখতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।





Read More