PHOTOS

Kolkata Record 43 Degree: তপ্ত কড়াইয়ে জ্বলছে কলকাতা, ৭০ বছর পর ফের রেকর্ড ৪৩! আরও চড়বে পারদ?

rature: এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সপ্তাহের শেষে বৃষ্টি হলেও হতে ...

Advertisement
1/6
কলকাতা রেকর্ড ৪৩!
কলকাতা রেকর্ড ৪৩!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেকর্ড ৪৩ ছুঁল কলকাতার পারদ। ৭০ বছর পর আবার ৪৩-এ পৌঁছে গেল কলকাতার পারদ। 

2/6
কলকাতা রেকর্ড ৪৩!
কলকাতা রেকর্ড ৪৩!

মঙ্গলবার দুপুরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৩ ডিগ্রি। চলছে তীব্র তাপপ্রবাহ। আর আজ রাজ্যের সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কলাইকুন্ডায় ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস।

3/6
কলকাতা রেকর্ড ৪৩!
কলকাতা রেকর্ড ৪৩!

তীব্র দাবদাহে নাজেহাল জনজীবন। প্রবল গরমে সুনসান রাস্তাঘাট। গাড়িঘোড়া থেকে জনমানুষের দেখা সেভাবে নেই বললেই চলে।

4/6
কলকাতা রেকর্ড ৪৩!
কলকাতা রেকর্ড ৪৩!

এর আগে ১৯৫৪ সালের ২৫ এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৩ ডিগ্রি। সেই রেকর্ড কি ভেঙে দেবে এবারের গরম?

5/6
কলকাতা রেকর্ড ৪৩!
কলকাতা রেকর্ড ৪৩!

পূর্বাভাস বলছে, শনিবার পর্যন্ত তাপপ্রবাহের কবলে গোটা দক্ষিণবঙ্গ। এখনই নিস্তার নেই তাপপ্রবাহের হাত থেকে। 

6/6
কলকাতা রেকর্ড ৪৩!
কলকাতা রেকর্ড ৪৩!

এই গরমে সোমবার রাতেই বড়বাজার এলাকায় হিট স্ট্রোক হয়ে বিজেপি কর্মী এক যুবকের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। 





Read More