PHOTOS

শীতের শুষ্ক মরশুমে ত্বক ভাল রাখবেন কীভাবে

Advertisement
1/8
Keep your skin healthy and glowing during winters12232343340323
Keep your skin healthy and glowing during winters12232343340323

শীতকালে বাজার চলতি স্ক্র্যাব করবেন না।  তার পরিবর্তে দই এবং  চিনি দিয়ে তৈরি স্ক্র্যাব  ব্যবহার করুন। ওই স্ক্র্যাব ব্যবহার করলে ত্বক নরম এবং জেল্লাদার থাকবে। 

2/8
Keep your skin healthy and glowing during winters122323433403
Keep your skin healthy and glowing during winters122323433403

শীতে ত্বক ভাল রাখতে ওমেগা জাতীয় খাবার খান বেশি করে। বাদাম, ভেজিটেবল অয়েল খান নিয়ম করে, তেত ত্বক ভাল থাকবে।

3/8
Keep your skin healthy and glowing during winters12232343340
Keep your skin healthy and glowing during winters12232343340

শীতের সময় খুব বেশি স্ক্র্যাব করবেন না। তৈলাক্ত জাতীয় কিছু  দিয়ে  মুখ পরিষ্কার করার চেষ্টা করুন 

4/8
Keep your skin healthy and glowing during winters1223234334
Keep your skin healthy and glowing during winters1223234334

শীতের সময়ও যাতে রোদ না লাগে, সেদিকে খেয়াল রাখুন। তার জন্য ক্রিম বেসড সানস্ক্রিন ব্যবহার করুন

5/8
Keep your skin healthy and glowing during winters12232343
Keep your skin healthy and glowing during winters12232343

ঠাণ্ডা পড়ছে বলে জল কম খাবেন, তা কিন্তু করবেন না। শীতের সময়ও পরিমাণমত জল খান। শুষ্ক মরশুমে ত্বক ভাল রাখতে প্রতিদিন ৮-১০ গ্লাস করে জল খান। 

6/8
Keep your skin healthy and glowing during winters1223234
Keep your skin healthy and glowing during winters1223234

শীতের সময় ত্বক ভাল রাখতে শুধু ক্রিম ব্যবহার করলেই হবে না, ফেস অয়েলও ব্যবহার করুন। 

7/8
Keep your skin healthy and glowing during winters1223
Keep your skin healthy and glowing during winters1223

শীতের সময় গরম জলে স্নান করবেন না। এতে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই ঈষদুষ্ণ জলে স্নান করুন। এতে ত্বক ভাল থাকবে।

8/8
Keep your skin healthy and glowing during winters12
Keep your skin healthy and glowing during winters12

শীতের মরশুম শুরু হতেই কোনও ভাল মশ্চারাইজার ব্যবহার করুন। স্কিন টোন অনুযায়ী তা বেছে নিন





Read More