PHOTOS

'কলাইনার' করুণানিধির সেলুলয়েড জীবন

Advertisement
1/11
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 10
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 10

শুধু রাজনীতি নয়, রাজনীতির বাইরেও শিল্পী হিসাবেও তাঁর বিশেষ মর্যাদা রয়েছে তামিলনাড়ুতে। একদিকে সিনেমার চিত্রনাট্যকার ও সাহিত্যিক হিসাবেও বিশেষ খ্যাতি রয়েছে এম করুণানিধির।

2/11
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 9
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 9

১৯ ৪৭ সালে রাজকুমারী ছবির চিত্রনাট্য লেখেন এম করুণানিধি, এটাই তঁর লেখা প্রথম সিনেমার চিত্রনাট্য

 

3/11
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 8
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 8

১৯৫০ সালে মানথিরি কুমারী ছবির চিত্রনাট্যও লেখেন এম করুণানিধি, যে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তামিল সুপারস্টার এমজিআর।

4/11
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 7
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 7

১৯৫২ সালে পারাশক্তি ছবির চিত্রনাট্যও করুণানিধির লেখা, যে ছবিটিকে অমর করে তোলেন শিবাজী গণশন ও এস এস রাজেন্দ্রন। ছবিটি তিন ভাই ও এক বোনের গল্প। যার চিত্রনাট্য হারিয়ে যাওয়া ও খুঁজে পাওয়ার উপর ভিত্তি করে লিখেছিলেন করুণানিধি।

5/11
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 6
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 6

১৯৫৪ সালে মনোহরা ছবির চিত্রনাট্য লেখেন করুণানিধি

6/11
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 5
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 5

১৯৫৬ সালে রঙ্গুন রাধা ছবির চিত্রনাট্যও এম করুণানিধির লেখা।

7/11
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 5
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 5

১৯৬৩ সালে ইরুভার উলাম ছবির চিত্রনাট্য লেছেন এম করুণানিধি। এই ছবির চিত্রনাট্য কিছুটা বিদ্রুপাত্মক ইঙ্গিতে লেখা, একজন নারী ও পুরুষের প্রেমের গল্পই উঠে এসেছে, তবে এই ছবির কারণে অনেক আক্রমণাত্বক মন্তব্য শুনতে হয় করুণানিধিকে।

8/11
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 4
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 4

১৯৭২ সালে পিল্লাইও পিল্লাই ছবির চিত্রনাট্য লেখেন করুণানিধি। এই ছবির চিত্রনাট্যেও তাঁর রাজনৈতির আদর্শের ছাপ পাওয়া যায়।

9/11
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 3
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 3

১৯৮৯ সালে 'নয়া থারাসু' ছবির চিত্রনাট্যও লেখেন এম করুণানিধি। এই ছবিতে অভিনেত্রী রাধা নক্সাল আন্দোলনকারীর ভূমিকায় অভিনয় করেন, যিনি প্যারোলে জেল থেকে ছাড়া পান।

10/11
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 2
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 2

 ২০০৮ সালে 'ওলেই ওসাই' ছবির চিত্রনাট্যও লেখেন এম করুণানিধি, ছবিটি বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও ছবিতে করণানিধির লেখা বেশকিছু ডায়ালগ দর্শকদের মন জয় করে।

11/11
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 1
Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 1

শেষবার ২০১১ সালে পুন্নর শঙ্কর ছবিতে শেষবার চিত্রনাট্য লেখেন এম করুণানিধি। এই ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যায় দক্ষিণী অভিনেতা প্রশান্তকে। ছবিটি বক্স অফিসে সাফল্যও পায়।





Read More