PHOTOS

IPL 2019 : আজ ফাইনালে মুম্বই-চেন্নাই, জয়ী দল কত টাকার আর্থিক পুরস্কার পাবে, জানেন?

Advertisement
1/5
আজ মুম্বই-চেন্নাই ফাইনাল
আজ মুম্বই-চেন্নাই ফাইনাল

আজ আইপিএল ফাইনাল। মুম্বই-চেন্নাই দ্বৈরথ। ক্রীড়াপ্রেমীরা বলছেন, আজ ক্রিকেটের এল ক্লাসিকো। 

2/5
আজ মুম্বই-চেন্নাই ফাইনাল
আজ মুম্বই-চেন্নাই ফাইনাল

মুম্বই নাকি চেন্নাই! দ্বাদশ আইপিএলের চ্যাম্পিয়ন কে হবে! আইপিএলের পোশাকি নাম ক্রোড়পতি লিগ। আক্ষরিক অর্থেই ক্রোড়পতি হবে আজ যে দল জিতবে। জানেন, জয়ী দল কত টাকা পাবে!

3/5
আজ মুম্বই-চেন্নাই ফাইনাল
আজ মুম্বই-চেন্নাই ফাইনাল

জয়ী দল পাবে ২৫ কোটি টাকা। রানার্স দল পাবে ১২.৫ কোটি। প্রাইজ মানি-র অর্ধেক অর্থ পাবে ফ্র্যাঞ্চাইজি। বাকিটা দলের ক্রিকেটাররা ভাগাভাগি করে নেবেন। 

4/5
আজ মুম্বই-চেন্নাই ফাইনাল
আজ মুম্বই-চেন্নাই ফাইনাল

তৃতীয় ও চতুর্থ দল হিসাবে দিল্লি ও হায়দরাবাদও আর্থিক পুরস্কার পাবে। দিল্লি পাবে ১০.৫ কোটি। হায়দরাবাদ ৮.৫ কোটি। হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার ৬৯২ রান করে অরেঞ্জ ক্যাপ-এর অন্যতম দাবিদার। তিনি পেতে পারেন ১০ লাখ টাকা।  

5/5
আজ মুম্বই-চেন্নাই ফাইনাল
আজ মুম্বই-চেন্নাই ফাইনাল

কাগিসো রাবাডা ২৫ট উইকেট নিয়ে এখনও পর্যন্ত পার্পে ক্য়াপ-এর দাবিদার। তবে তাঁর পিছনেই রয়েছেন চেন্নাইয়ে ইমরন তাহির। ২৪টি উইকেট নিয়ে। আজ ফাইনালে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যেতে পারেন। পার্পেল ক্যাপ পাওয়া বোলার পাবেন ১০ লাখ টাকা। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার-ও পাবেন ১০ লাখ টাকা। 





Read More