PHOTOS

গোটা দেশের জন্য সুখবর, ভারতীয় অর্থনীতিতে (Economy) আসছে ভরা জোয়ার

Advertisement
1/9

গ্লোবাল থিংক ট্যাঙ্ক ফর ইকোনমিক্স অ্যান্ড রিসার্চ  (CEBR) এবার ভারতীয় অর্থনীতি সম্পর্কে বড় খবর দিল। এক রিপোর্টে বলা হয়েছে, ভারত ২০২৫ সালে ব্রিটেনকে পিছনে ফেলবে।

2/9

২০২৭ সালে ভারতের অর্থনীতি জার্মানিকে পিছনে ফেলবে। ২০৩০ সাল নাগাদ ভারত জাপানকেও পিছনে ফেলে বিশ্বের তৃতীয় বড় অর্থনীতির দেশ হয়ে উঠবে।

3/9

বলা হয়েছে, ২০২১ সালে ভারতীয় অর্থনীতিতে ৯ শতাংশ বৃদ্ধি হবে। ২০২২ সালে সাত শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

4/9

করোনা চিনর জন্য বরদান হতে পারে। রিপোর্টে বলা হয়েছে, ড্রাগনের দেশ বিশ্বের সব থেকে বড় অর্থনীতির দেশ হয়ে উঠতে পারে।

 

5/9

আমেরিকার অর্থনীতি এখনও ধুঁকছে। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত মার্কিন অর্থনীতিতে ১.৯ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা।

6/9

বছর পাঁচেকের মধ্যে আমরিকাকে টপকে চিন বিশ্বের সব থেকে বড় অর্থনীতির দেশ হতে পারে। বলা হয়েছে সেই রিপোর্টে।

7/9

মহামারী শুরুর সময় থেকেই সারা দেশে লকডাউন করেছিল চিন। ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হলেও ধাক্কা সামলে নিয়েছে চিন। 

8/9

আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প শুরুতে লকডাউন করেননি। ফলে করোনা আমেরিকার ব্যাপক ক্ষতি করেছে। অগণিত মানুষের মৃত্যুর সঙ্গে দেশের অর্থনীতিও ব্যাপক হারে ধাক্কা খেয়েছে।  

9/9




Read More