PHOTOS

Covid-19 4th Wave: কবে আসছে করোনার চতুর্থ ঢেউ? IIT কানপুরের গবেষকদের সাবধানবাণী

সাবধান!

...
Advertisement
1/6
এবার করোনার চতুর্থ ঢেউ?
এবার করোনার চতুর্থ ঢেউ?

নিজস্ব প্রতিবেদন: করোনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ দেখে নিয়েছে সকলে। গোটা বিশ্ব-সহ ভারতে যে হাহাকারের ছবি ধরা পড়েছে, তা খুব সহজে ভোলার নয়। এবার নাকি করোনার চতুর্থ ঢেউ (Covid-19 4th Wave) আসার পালা! অন্তত এমনটাই বলছে IIT কানপুরের নয়া গবেষণা। 

2/6
তিন গবেষক
তিন গবেষক

গবেষণাটি করেছেন  IIT কানপুরের তিনজন গবেষক। সবরপ্রসাদ রাজেশভাই, শুভ্রশংকর ধর এবং শলভ। কবে আসছে করোনার চতুর্থ ঢেউ (Covid-19 4th Wave)? সেটাও বের করে ফেলেছেন গবেষকরা।

3/6
করোনার আরও একটি নয়া প্রজাতী?
করোনার আরও একটি নয়া প্রজাতী?

গবেষকরা বলছেন, আলফা, বিটা, গামা এবং ডেল্টার পর করোনার আরও একটি নয়া প্রজাতী সামনে আসতে পারে। তবে এর ভয়াবহতা নির্ভর করবে টিকার উপর।  

4/6
রূপ বদলাতে পারে ওমিক্রন
রূপ বদলাতে পারে ওমিক্রন

তিন গবেষকের মন্তব্য, রূপ বদলাতে পারে ওমিক্রন। ওমিক্রন-প্লাস হয়ে সেটা আসতে পারে। 

 

5/6
কবে আসতে পারে চতুর্থ ঢেউ?
কবে আসতে পারে চতুর্থ ঢেউ?

IIT কানপুরের তিনজন গবেষকের নয়া গবেষণায় উঠে এসেছে চলতি বছরের জুন মাসে আসতে পারে করোনার চতুর্থ ঢেউ (Covid-19 4th Wave)। 

6/6
কত দিন থাকবে চতুর্থ ঢেউ?
কত দিন থাকবে চতুর্থ ঢেউ?

২০২২-এর অক্টোবর পর্যন্ত এর প্রভাব থাকতে পারে। যদিও সেটা কতটা ক্ষতিকর বা ভয়াভব হবে, তা এখনও বলতে পারেননি গবেষকরা। 





Read More