PHOTOS

আইসিসি র‍্যাঙ্কিংয়ে নাম নেই নির্বাসিত শাকিব আল হাসানের

Advertisement
1/5

বুকিরা তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। কিন্তু তিনি কোনওভাবেই বুকিদের প্রস্তাবে সায় দেননি। বুকিদের প্রশয়ও দেননি। তবুও তাঁকে শাস্তি ভোগ করতে হচ্ছে। কারণ, বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান গোটা ঘটনা আইসিসির দুর্নীতিদমন শাখার কাউকে জানাননি। নিয়মভঙ্গের জন্য দুবছরের জন্য নির্বাসিত করা হয়েছে শাকিবকে। 

2/5

এবার নির্বাসিত শাকিব আল হাসানকে আইসিসি র‍্যাঙ্কিং থেকেও সরিয়ে দেওয়া হল।

3/5

নির্বাসিত হওয়ার আগে শাকিব আল হাসান টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে ছিলেন। সোমবার প্রকাশিত আইসিসির আপডেট র‍্যাঙ্কিংয়ে শাকিবের নাম নেই। দু নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

 

4/5

একইভাবে একদিনের ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে থাকা শাকিবের নাম নেই। বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিংয়ে একদিনের ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

5/5

নির্বাসনে থাকাকালীন কিন্তু ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথকে সরানো হয়নি আইসিসি র‍্যাঙ্কিং থেকে। কারণ, ওয়ার্নার আর স্মিথকে তাদের দেশের ক্রিকেট বোর্ড ব্যান করেছিল। আর শাকিবকে আইসিসি নির্বাসনে পাঠিয়েছে।





Read More