PHOTOS

স্পেনের ল্যাব থেকে করোনা টিকা সংক্রান্ত তথ্য চুরি! অভিযোগ চিনা হ্যাকারদের বিরুদ্ধে

Advertisement
1/4

করোনার প্রতিষেধক নিয়ে গবেষণার তথ্য চুরির অভিযোগ চিনের বিরুদ্ধে নতুন নয়। সপ্তাহ খানেক আগে চিনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

2/4

ট্রাম্পের ওই অভিযোগের তীব্র সমালোচনা করেছিল বেজিং। কিন্তু এ বার চিনা হ্যাকারদের বিরুদ্ধে একই অভিযোগ তুলল স্পেন। স্পেনের অভিযোগ, তাদের একটি ল্যাবরেটরির কম্পিউটার হ্যাক করে করোনা টিকা সংক্রান্ত সমস্ত তথ্য চুরি করেছে চিনা হ্যাকাররা।

3/4

স্পেনের গুপ্তচর সংস্থার প্রধান পাজ এস্তাবান (Paz Esteban) জানায়, সম্প্রতি স্পেনের একটি ল্যাবে সাইবার হানা চালিয়ে করোনা ভ্যাকসিন সংক্রান্ত সমস্ত তথ্য চুরি করেছে চিনের হ্যাকাররা। চিনের পাশাপাশি রুশ হ্যাকারদের বিরুদ্ধেও একই অভিযোগ এনেছে স্পেনের গুপ্তচর সংস্থা।

4/4

আমেরিকার পাশাপাশি স্পেনও চিনের বিরুদ্ধে টিকা সংক্রান্ত সমস্ত তথ্য, জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য, এমনকী মেধাস্বত্ব আইনের আওতায় পড়ে এমন গবেষণা সংক্রান্ত তথ্যও চুরির অভিযোগ এনেছে।





Read More