PHOTOS

গৌতম গম্ভীরের বাড়িতে করোনার হানা, দিল্লিতে সংক্রমণের হার নিয়ে দুশ্চিন্তা বাড়ছে

Advertisement
1/5

দিল্লিতে করোনা সংক্রমণ এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬৮৭২ জন নতুন করোনা আক্রান্তের হদিশ পেয়েছে প্রশাসন।

2/5

এবার ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের বাড়িতেও হানা দিল করোনা। আর তাই নিজেকে আইসোলেশন-এ রেখেছেন গম্ভীর। 

 

3/5

সংক্রমণের দিক থেকে মহারাষ্ট্রকেও পিছনে ফেলেছে দিল্লি। দীপাবলিতে এবার আতশবাজি পোড়ানোয় তাই নিষেধাজ্ঞা জারি করেছে কেজরিওয়ালের সরকার। আতশবাজির পোড়ালে বাড়বে পরিবেশ দূষণের হার। আর তাতে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

4/5

গম্ভীর এদিন টুইট করে জানিয়েছেন, তাঁর বাড়িতে একজন কোভিড আক্রান্ত রয়েছেন। তিনিও করোনা টেস্ট করিয়েছেন। তবে রিপোর্ট এখনও হাতে পাননি।

5/5

বাড়িতে করোনা হানা দেওয়ার পরই দেরি না করে আইসোলেশন-এ যান গম্ভীর। এবার তিনি বাড়িতে বসেই আইপিএলের ম্যাচ বিশ্লেষণ করছেন। উল্লেখ্য, কলকাতাকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন তিনি।   





Read More