PHOTOS

Flash Flood: মেঘ ভাঙা বৃষ্টিতে 'পাহাড়ে সুনামি'! কেদারনাথ-সিমলায় ভয়াবহ ছবি...

oudburst: পাহাড়ে সুনামি! মেঘ ভাঙা বৃষ্টিতে ফের হড়পা বান। উত্তরাখণ্ড...

Advertisement
1/6
'পাহাড়ে সুনামি'
'পাহাড়ে সুনামি'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিকে সিমলা-কুলু-মানালি, অন্যদিকে কেদারনাথ-তেহরি। মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয় হিমাচল ও উত্তরাখণ্ডে।

 

2/6
'পাহাড়ে সুনামি'
'পাহাড়ে সুনামি'

ফিরে এল কেদারনাথ বিপর্যয়ের ভয়াবহ স্মৃতি। কেদারনাথ যাওয়ার রাস্তার উপরই মেঘ ভাঙা বৃষ্টিতে হড়পা বান নেমেছে। ইতিমধ্যেই ২ জনের মৃত্যুর খবর মিলেছে। 

 

3/6
'পাহাড়ে সুনামি'
'পাহাড়ে সুনামি'

ওদিকে কেদার যাওয়ার পথে আটকে রয়েছেন ১০ হাজারের বেশি তীর্থযাত্রী। বন্ধ করে দেওয়া হয়েছে ৪ ধাম যাত্রাও। উদ্ধারকাজে তৈরি করা হয়েছে জরুরি হেলিপ্যাড।

 

4/6
'পাহাড়ে সুনামি'
'পাহাড়ে সুনামি'

মেঘ ভাঙা বৃষ্টিতে হড়পা বান হিমাচলের সিমলা, মান্ডি, কুলুতেও। সিমলার কাছে রামপুরে এই মেঘ ফেটে বৃষ্টি নামে। দুর্যোগে নিখোঁজ কমপক্ষে ৩৬ জন।

 

5/6
'পাহাড়ে সুনামি'
'পাহাড়ে সুনামি'

সিমলার পাশাপাশি কুলুতেও মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয়। ভেসে গিয়েছে সেতু। গোটা হিমাচল প্রদেশ জুড়েই জারি হয়েছে বৃষ্টির রেড অ্য়ালার্ট।

 

6/6
'পাহাড়ে সুনামি'
'পাহাড়ে সুনামি'

মেঘ ভাঙা বৃষ্টিতে তৈরি হওয়া বন্যা পরিস্থিতিতে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, যুদ্ধকালীন তত্‍পরতায় ত্রাণ ও উদ্ধারকাজ চলছে।





Read More