PHOTOS

সোনার কয়েনে টস, ৫০ টাকায় টিকিট, আকাশ থেকে নামবে বল! ইডেনে চমকের শেষ নেই

Advertisement
1/5
গোলাপি টেস্টের আয়োজন
গোলাপি টেস্টের আয়োজন

প্রথমবার গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলতে নামবে ভারত-বাংলাদেশ। এই ম্যাচকে স্মরণীয় করে রাখার জন্য সর্বোতভাবে চেষ্টা করছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। ২২-২৬ নভেম্বর এই ম্যাচ ঘিরে ইডেনে থাকছে একাধিক আয়োজন। আসুন জেনে নেওয়া যাক কী কী আয়োজন হবে ইডেনে। 

2/5
গোলাপি টেস্টের আয়োজন
গোলাপি টেস্টের আয়োজন

আগেই জানানো হয়েছে, এই ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম হবে ৫০ টাকা। এই ম্যাচের টিকিট যাতে দর্শকরা সংগ্রহে রাখতে পারেন তাই সেটি আকর্ষণীয় করা হচ্ছে। 

3/5
গোলাপি টেস্টের আয়োজন
গোলাপি টেস্টের আয়োজন

ম্যাচের দিন ভারতীয় সেনার প্যারাট্রুপাররা আকাশ থেকে নেমে বল দেবেন আম্পায়ার ও দুই অধিনায়কের হাতে। একইসঙ্গে ভারত ও বাংলাদেশ, দুই দলের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। 

4/5
গোলাপি টেস্টের আয়োজন
গোলাপি টেস্টের আয়োজন

ইডেনে গোলাপি টেস্টে টস হবে সোনার কয়েনে। টেস্টের পাঁচদিন শহরের বিভিন্ন জায়গা গোলাপি আলোয় আলোকিত করার পরিকল্পনাও করা হচ্ছে বলে খবর। 

5/5
গোলাপি টেস্টের আয়োজন
গোলাপি টেস্টের আয়োজন

টেস্টের প্রথম তিনদিনের অনলাইন টিকিট ইতিমধ্যে শেষ বলে খবর মিলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডেনের ঘণ্টা বাজিয়ে টেস্টের সূচনা করবেন। 





Read More