PHOTOS

EPFO News: এই পদ্ধতি মেনে বাড়ি বসেই ট্রান্সফার করুন আপনার PF-এর টাকা

রইল সহজ উপায়

...
Advertisement
1/6
প্রভিডেন্ট ফান্ড (PF) ট্রান্সফার
প্রভিডেন্ট ফান্ড (PF) ট্রান্সফার

নিজস্ব প্রতিবেদন: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) যা প্রভিডেন্ট ফান্ড নামে বেশি পরিচিত। জানেন কি বাড়ি বসে অনলাইনে আপনিও প্রভিডেন্ট ফান্ড (PF) ট্রান্সফার করতে পারেন? এর জন্য কয়েকটি সহজ কয়েকটি পদ্ধতি মেনে চলতে হয়।  

2/6
কখন প্রভিডেন্ট ফান্ড (PF) ট্রান্সফার করা যায়?
কখন প্রভিডেন্ট ফান্ড (PF) ট্রান্সফার করা যায়?

যখন একজন EPFO সদস্যের একের বেশি পিএফ মেম্বার আইডি (MIDs) থাকে, তখন পূর্ববর্তী আইডিগুলোর অর্থ বর্তমান আইডিতে ট্রান্সফার করতে হয়। 

3/6
অনলাইন পিএফ ট্রান্সফারে কী কী তথ্য লাগবে?
অনলাইন পিএফ ট্রান্সফারে কী কী তথ্য লাগবে?

অবশ্যই UAN সক্রিয় থাকতে হবে। UAN-এর সঙ্গে আধার নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের যোগ থাকতে হবে। পূর্ববর্তী কর্মস্থল থেকে date of exit লাগবে। কেওয়াইসি লাগবে। EPFO সদস্যের প্রোফাইলে যে তথ্য দেওয়া থাকবে, তা যাচাই করা হবে।

4/6
কীভাবে ট্রান্সফার করবেন-প্রথম ধাপ
কীভাবে ট্রান্সফার করবেন-প্রথম ধাপ

'Unified Member Portal'-এ যেতে হবে এবং UAN এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। 'Online services' অপশনে গিয়ে 'One Member - One EPF Account (Transfer Request)'-এ ক্লিক করতে হবে।

5/6
কীভাবে ট্রান্সফার করবেন-দ্বিতীয় ধাপ
কীভাবে ট্রান্সফার করবেন-দ্বিতীয় ধাপ

EPFO সদস্যকে নিজস্ব তথ্য যাচাই করতে হবে। এরপর 'Get Details' অপশনে ক্লিক করতে হবে।

6/6
কীভাবে ট্রান্সফার করবেন-শেষ ধাপ
কীভাবে ট্রান্সফার করবেন-শেষ ধাপ

এরপর  Previous Employer বা Current Employer বেছে নিতে হবে। UAN রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি পেতে হবে। শেষে সেই ওটিপি দিতে হবে। 





Read More