PHOTOS

East-West Metro: উদ্বোধন মোদীর, গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো, ৩ নতুন রুটের ভাড়া কত?

ের মেট্রো পরিষেবার উদ্বোধন হবে বুধবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হবে এই নতুন রুটের। কেমন তৈরি হল সেই সুড়ঙ্গ? এসপ্ল...

Advertisement
1/6
গঙ্গার নীচে মেট্রো
গঙ্গার নীচে মেট্রো

হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো রুট উদ্বোধন হবে বুধবার। ৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রুট। লোকসভা ভোটের আগে তিনটি নতুন রুটে মেট্রো পেতে পারেন কলকাতাবাসী। 

2/6
গঙ্গার নীচে মেট্রো
গঙ্গার নীচে মেট্রো

হাওড়া স্টেশন ভারতের গভীরতম মেট্রো স্টেশন। যা ১১৪ ফুট মাটির তলায় অবস্থিত। যাতে হাওড়া থেকে ধর্মতলা ৮ মিনিটে এবং হাওড়া থেকে শিয়ালদহ ১১ মিনিটে পৌঁছে যাওয়া যাবে। 

3/6
গঙ্গার নীচে মেট্রো
গঙ্গার নীচে মেট্রো

এমনকী একই টিকিটে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম মেট্রো ব্যবহার করতে পারবেন যাত্রীরা তাও আবার একই স্মার্ট কার্ড ব্যবহার করে।হাওড়া থেকে হাওড়া ময়দান-৫ টাকা৷ হাওড়া থেকে মহাকরণ, এসপ্ল্যানেড-১০ টাকায় পৌঁছে যাওয়া যাবে। 

4/6
গঙ্গার নীচে মেট্রো
গঙ্গার নীচে মেট্রো

৬ মার্চ বারাসতের সভা থেকে ৩ টি মেট্রো রুটে পরিষেবার সূচনা করতে পারেন মোদী। 

5/6
গঙ্গার নীচে মেট্রো
গঙ্গার নীচে মেট্রো

হাওড়া থেকে সেন্ট্রাল, চাঁদনি চক, পার্কস্ট্রিট এবং ময়দান- ১৫ টাকা৷ গ্রিন লাইনের এই মেট্রো রুটে জলের ৩২ মিটার নীচ দিয়ে গন্তব্যে পৌঁছোবেন যাত্রীরা। দ্বিতীয় যে রুটের সূচনা প্রধানমন্ত্রী করতে পারেন, সেটি হল-তারাতলা থেকে মাঝেরহাট। 

6/6
গঙ্গার নীচে মেট্রো
গঙ্গার নীচে মেট্রো

হাওড়া থেকে শোভাবাজার-সুতানটি, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী রোডের ভাড়া -২০ টাকা৷ হাওড়া থেকে রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্ক- ২০ টাকা। হাওড়া থেকে দমদম, বেলগাছিয়া এবং শ্যামবাজার- ২৫ টাকা৷ 





Read More