PHOTOS

Mahashivratri 2024: শিবরাত্রিতে মহাদেবকে ভোগে এই ক'টি জিনিস নিবেদন করলে খুলে যাবে আপনার ভাগ্য...

ামনেই শিবরাত্রি। কীভাবে পুজো করবেন মহাদেবকে, তা নিয়ে এসময়ে অনেকেই চিন্তা করেন। আসুন, জ...

Advertisement
1/7
বিশেষ পুজো
বিশেষ পুজো

এই বিশেষ দিনে বিশেষ ভাবেই শিবের পুজো করতে চান ভক্তেরা।

2/7
পুজোর উপকরণ
পুজোর উপকরণ

সেই বিশেষ আয়োজনে থাকে পুজোর উপকরণ, থাকে নৈবেদ্যও। পুজোর উপকরণের মধ্যে থাকে ঘি, দুধ, চন্দন, বেলপাতা, ধুতরো ফুল ইত্যাদি।

3/7
বিশেষ নৈবেদ্য
বিশেষ নৈবেদ্য

পুজোর উপকরণ ছাড়াও শিবকে এদিন নৈবেদ্যে নানা রকম জিনিস নিবেদন করা হয়। মনে করা হয়, এই সব নৈবেদ্যে অত্যন্ত খুশি হন শিব। খুশি হয়ে তিনি ভক্তকে প্রভূত আশীর্বাদ করেন। কী কী দেওয়া বিধি এদিন শিবকে? প্রথমেই বলতে হয় ঠান্ডাই-য়ের কথা। 

4/7
লস্যি
লস্যি

তারপর বলতে হয় লস্যির কথা। 

5/7
হালুয়া
হালুয়া

শিবকে নৈবেদ্যে হালুয়াও দিতে হয়।

6/7
সিদ্ধি
সিদ্ধি

শিবপুজোর সঙ্গে সিদ্ধির বিশেষ যোগের কথা সবাই জানে। 

7/7
মালপোয়া
মালপোয়া

আর যেটা না বললেই নয়, সেটা হল মালপোয়া। 





Read More