PHOTOS

Diesel Price Hike Rs 25 per litre: লিটারে ২৫ টাকা বাড়ল ডিজেলের দাম, গ্রাহকদের মাথায় হাত!

কোথায় লিটার প্রতি কত দাম হল?

...
Advertisement
1/7
পাইকারি বাজারে লিটার প্রতি ডিজেলের দামবৃদ্ধি
পাইকারি বাজারে লিটার প্রতি ডিজেলের দামবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) আঁচ পড়েছে আন্তর্জাতিক তেল মার্কেটে। এর ফলে এ দেশে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির (Prtrol-Diesel Price Hike) করছিলেন অনেকেই। সেই আশঙ্কাই সত্য়ি হল। ভারতের পাইকারি বাজারে লিটার প্রতি ২৫ টাকা বাড়ল ডিজেলের দাম (Diesel Price Hike)।

2/7
জ্বালানীর দামে মধ্যবিত্তের নাভিশ্বাস
জ্বালানীর দামে মধ্যবিত্তের নাভিশ্বাস

২০২১-এর শেষের দিকে আকাশছোঁয়া জ্বালানীর দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। 

3/7
পেট্রল-ডিজেলের দাম কমায় কেন্দ্র
  পেট্রল-ডিজেলের দাম কমায় কেন্দ্র

প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। ফলে এক ধাক্কায় দেশে পেট্রল (Petrol)-ডিজেলের (Diesel) দাম অনেকটা কমে যায়। 

 

4/7
একধাক্কায় আরও অনেকটা কমে দাম
একধাক্কায় আরও অনেকটা কমে দাম

এরপর জ্বালানীর উপর থেকে কর কমায় বিজেপিশাসিত রাজ্যগুলো। চাপে পড়ে এরপর কয়েকটি বিরোধীশাসিত রাজ্যও কর কমায়। ফলে একধাক্কায় আরও অনেকটা কমে দাম। 

5/7
পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা
পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা

যদিও পশ্চিমবঙ্গ সরকার এখনও পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) উপর থেকে কর কমায়নি।

 

6/7
মুম্বইয়ে ডিজেলের দাম
মুম্বইয়ে ডিজেলের দাম

তবে দুঃখের খবর এবার পাইকেরি বাজারে ২৫ টাকা বাড়ল ডিজেরে দাম (Diesel Price Hike)। পাইকারি গ্রাহকরা এখন মুম্বইতে লিটার প্রতি ডিজেল কিনছেন ১২২ টাকা ৫ পয়সা দিয়ে। যেখানে খুচরো বাজারে ডিজেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ৯৪ টাকা ১৪ পয়সাতে। 

7/7
দিল্লিতে ডিজেলের দাম
দিল্লিতে ডিজেলের দাম

দিল্লিতে খুচরো বাজারে লিটার প্রতি ৮৬ টাকা ৬৭ পয়সায় বিক্রি হচ্ছে ডিজেল। পাইকারি বাজারে ডিজেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ১১৫ টাকায়। 





Read More