PHOTOS

Ranveer Singh : ফ্যাশন শোয়ের মাঝেই মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ, ভাইরাল রণবীর-দীপিকা

Advertisement
1/6
মণীশ মালহোত্রার শোয়ে রণবীর
মণীশ মালহোত্রার শোয়ে রণবীর

প্রথমবার মণীশ মালহোত্রার শোয়ে ব়্যাম্পে হাঁটলেন রণবীর সিং। এদিন রণবীরের সঙ্গে ব়্যাম্পে পা মেলান দীপিকা পাড়ুকোন।  

2/6
তারকাখচিত শো
তারকাখচিত শো

এদিন মণীশ মালহোত্রার শোয়ে হাজির ছিলেন করণ জোহর, গৌরী খান, ঈশান খট্টর, বিদ্যা বালান, সিদ্ধার্থ রায় কাপুর, দিয়া মির্জা সহ আরও অনেকে। 

3/6
'দ্যা গর্জাস কাপল'
'দ্যা গর্জাস কাপল'

নিজের শো থেকে দীপিকা-রণবীরের ছবি পোস্ট করে মণীশ মালহোত্রা লেখেন 'দ্যা গর্জাস কাপল'।

4/6
দীপিকার পোশাক
দীপিকার পোশাক

মণীশের শোয়ে দীপিকার পরনে ছিল অফহোয়াইট রঙের লেহেঙ্গা, তাতে সাদা সিক্যুইন এবং এমব্রয়ডারি কাজ করা।

5/6
রণবীরের পোশাক
রণবীরের পোশাক

মণীশের শোয়ে রণবীরের পরনে ছিল কালো রঙের শেরওয়ানি, যাতে সাদা সুতোর কাশ্মিরী কাজ। 

6/6
মাকে রণবীরের প্রণাম

শো শেষে দর্শকাসনে বসে মা অঞ্জু ভবনানীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন রণবীর সিং।





Read More