PHOTOS

Cyclone Michaung: মিগজাউমের তাণ্ডবে ভাসছে চারদিক, দুর্যোগের দিনে মানুষ বাঁচিয়ে 'হিরো' ওরা!

Advertisement
1/8
মিগজাউমের তাণ্ডব!
মিগজাউমের তাণ্ডব!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। আর প্রাকৃতিক দুর্যোগের সংকটক্ষণে আবারও ত্রাতা, উদ্ধারকর্তার ভূমিকায় NDRF।

 

2/8
মিগজাউমের তাণ্ডব!
মিগজাউমের তাণ্ডব!

দুর্যোগ মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে NDRF  ও SDRF। নৌকা নিয়ে নিয়ে পৌঁছে যাচ্ছে প্লাবিত এলাকায়। আটকে পড়া মানুষদের উদ্ধার করে নিয়ে আসছে ত্রাণ শিবিরে। 

 

3/8
মিগজাউমের তাণ্ডব!
মিগজাউমের তাণ্ডব!

আবার কখনও কোথাও পৌঁছে দিচ্ছে ত্রাণ। পৌঁছে দিচ্ছে শুকনো খাবারের প্যাকেট। দুর্গতদের হাতে ওষুধ, খাবার, পানীয় জল পৌঁছে দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে।

 

4/8
মিগজাউমের তাণ্ডব!
মিগজাউমের তাণ্ডব!

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দুয়েরই ৫টি করে টিম কাজ করছে দুর্গত এলাকায়।

 

5/8
মিগজাউমের তাণ্ডব!
মিগজাউমের তাণ্ডব!

উদ্ধারকাজে মোট ১৮১টি ত্রাণ শিবির খোলা হয়েছে অন্ধ্রপ্রদেশে। উদ্ধারকাজ নিজে তদারকি করছেন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি।

 

6/8
মিগজাউমের তাণ্ডব!
মিগজাউমের তাণ্ডব!

অন্ধ্রপ্রদেশের মোট ৮ জেলায়- নেল্লোর, বাপতলা, প্রকাসম, কোনাসীমা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী ও কাকিনাড়ায় জারি করা হয়েছে লাল সতর্কতা। 

 

7/8
মিগজাউমের তাণ্ডব!
মিগজাউমের তাণ্ডব!

দুর্গতদের পরিবার পিছু ২৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। যাদের বাড়ি ভেঙেছে, তাদের দেওয়া হবে ১০,০০০ টাকা। 

 

8/8
মিগজাউমের তাণ্ডব!
মিগজাউমের তাণ্ডব!

ত্রাণ শিবির থেকে ফেরার সময় উদ্বাস্তুদের হাতে তুলে দেওয়া হবে ২৫ কেজি করে চাল, ডাল, রান্নার তেল, পেঁয়াজ ও আলু।





Read More