PHOTOS

First Mother's day: প্রথম 'মাদার্স ডে' উদযাপনে আলিয়া-সোনম-বিপাশা...

r-box; margin: 0px; padding: 0px; letter-spacing: -0.2px;">Happy Mother's Day 2023: মে মাসের  দ্বিতীয় রবিবার 'মাদার্স ...

Advertisement
1/5
প্রথম 'মাদার্স ডে'
প্রথম 'মাদার্স ডে'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২২ সালে গাঁটছড়া বেঁধেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট (Alia Bhatt)। আগের বছরের নভেম্বর মাসে শিশুকন্যা রাহার জন্ম দিয়ে মা হয়েছেন আলিয়া। এবছর অভিনেত্রীর প্রথম 'মাদার্স ডে'। 

2/5
প্রথম 'মাদার্স ডে'
প্রথম 'মাদার্স ডে'

বিপাশা বসু (Bipasha Basu): নভেম্বরের ২২ তারিখ বিপাশা বসু তাঁর কন্যা সন্তান দেবী বসু সিংহর জন্ম দেন। বিপাশা বসু ও করণ সিংহের আদরের 'দেবীর' ছবি মাঝেমধ্যেই দেখা যায় সমাজ মাধ্যমে। এদিন ইনস্টাগ্রামে কন্যা সন্তানের ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন "মা হতে পারাটা আমার কাছে সর্বশ্রেষ্ঠ অনুভূতি।"

 

3/5
প্রথম 'মাদার্স ডে'
প্রথম 'মাদার্স ডে'

সোনম কাপুর (Sonam Kappor): গত বছরের মার্চ মাসে সোনম কাপুর নিজের মা হওয়ার খবর জানান। আনন্দ আহুজা ও সোনম কাপুর নিজেদের পুত্র সন্তানের নাম দেন বায়ু কাপুর আহুজা। এবছর অভিনেত্রীর প্রথম মাতৃদিবস। মাঝেমধ্যেই নিজের সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী।

4/5
প্রথম 'মাদার্স ডে'
প্রথম 'মাদার্স ডে'

কাজল আগরওয়াল (Kajal Aggarwal): অভিনেত্রী কাজল আগরওয়াল তাঁর পুত্রসন্তানের জন্ম দেন গত বছরের এপ্রিল মাসে। নিজেদের পুত্রসন্তানের ছবি প্রায়শই সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি।

5/5
প্রথম 'মাদার্স ডে'
প্রথম 'মাদার্স ডে'

গওহর খান (Gauahar Khan): বিগ বস সিজন ৭-এর বিজয়ী গওহর খান সম্প্রতি মা হয়েছেন। মে মাসের দশ তারিখে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। এ বছর তাঁর প্রথম 'মাদার্স ডে'।

 





Read More